Puja Khedkar Row: পূজা খেদকারের শারীরিক অক্ষমতার সার্টিফিকেট জাল থাকার সম্ভাবনা, দাবি দিল্লি পুলিশের

ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের শারীরিক অক্ষমতার একটি সার্টিফিরেট ভুয়ো বলে দাবি করছে আইএএস অফিসার।

ট্রেনি আইএএস অফিসার পূজা খেদকারের (Puja Khedkar) শারীরিক অক্ষমতার একটি সার্টিফিরেট ভুয়ো বলে দাবি করছে আইএএস অফিসার। বুধবার দিল্লি আদালতে পূজার আগাম জামিনের খারিজ মামলায় পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত শিক্ষানবিশ আইএএস অফিসারের গ্রেফতারি এড়ানোর সুরক্ষাকবচ বহাল রয়েছে। এদিকে এই দিনই এই মামলার পরবর্তী শুনানি। ফলে পরবর্তী শুনানিতে যাতে আগাম জামিন হাইকোর্ট না বহাল রাখে তারজন্যেই উঠেপড়ে নেমেছে দিল্লি পুলিশ ও ইউপিএসসি বোর্ড। জানা যাচ্ছে, মহারাষ্ট্রের আহমেদনগরের মেডিকেল কর্তৃপক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে শ্রবণশক্তির অক্ষমতা বা কম দৃষ্টিশক্তির যে সার্টিফিকেট পেশ করা হয়ছিল, তা সম্ভবত ভুয়ো।

যদিও এর আগেই পূজা দাবি করেছিলেন যে তাঁর সমস্ত সংশাপত্রই আসল, কোনও জালি সার্টিফিকেট ইউপিএসসি কর্তৃপক্ষের কাছে পেশ করা হয়নি। সেই সঙ্গে আদালতে এও তিনি বলেন যে তিনি মোট ১২ বার পরীক্ষা দিয়েছিলেন, যারন মধ্যে ৭ বার জেনারেল কোটায় এবং ৫ বার প্রতিবন্ধী ও ওবিসি কোটায় পরীক্ষা দিয়েছিলেন। ফলে ওই ৭ বারের পরীক্ষা না ধরার অনুরোধ করেছিলেন পূজা। কিন্তু বিপক্ষের আইনজীবীর দাবি যে ১২টি পরীক্ষার মাধ্যমে তাঁর মেধা মূল্যায়ণ করা হোক।

প্রসঙ্গত, পূজা খেদকারের ট্রেনি আইএএস অফিসারের পদ নিয়ে প্রথম থেকেই বিতর্ক সৃষ্টি হচ্ছিল। তাঁর বিরুদ্ধে অভিযোগ যে তিনি ভুয়ো সার্টিফিকেট ও বাবার প্রভাব খাটিয়ে তিনি চাকরি পেয়েছেন। এবং চাকরি পাওয়ার পরেও বিভিন্ন ক্ষেত্রে প্রভাব দেখিয়ে ব্যক্তিগত ফায়দা তোলার চেষ্টা করছিলেন পূজা খেদকার।