Visakhapatnam: হাসপাতাল বেড নেই, বাবা-মায়ের চোখের সামনে মৃত কোভিড আক্রান্ত শিশু
হাসপাতালে বেড মেলেনি বাবা-মায়ের চোখের সামনে প্রাণ গেল দেড় বছরের শিশুকন্যার৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগের কিং জর্জ হাসপাতালে৷ করোনায় আক্রান্ত ( Covid) ছিল ওই একরত্তি৷
বিশাখাপত্তনম, ২৮ এপ্রিল: হাসপাতালে বেড মেলেনি বাবা-মায়ের চোখের সামনে প্রাণ গেল দেড় বছরের শিশুকন্যার৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের ভাইজ্যাগের কিং জর্জ হাসপাতালে৷ করোনায় আক্রান্ত ( Covid) ছিল ওই একরত্তি৷ মেয়ের চিকিৎসা যাতে দ্রুত শুরু হয় সেজন্য বারবার ডাক্তারদের কাছে অনুনয় বিনয় করছিলেন বাবা-মা৷ তাতেও কোনও ফল হল না৷ শিশুর পরিবারের তরফে জানা গেছে, তাঁরা অচ্যুতাপুরম মণ্ডলের বাসিন্দা৷ ঠান্ডা লাগায় স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য মেয়ে জাহ্নবিকাকে নিয়ে যান বাবা ভীরাবাবু৷ তিনদিন ধরে সেখানে চিকিৎসা চলার পরেও শিশুটির স্বাস্থ্যের কোনও উন্নতি না হওয়ায় ডাক্তাররা কোভিড সন্দেহ করেন৷ সেইমতো শিশুটির আরটি পিসিআর টেস্টের পরামর্শ দেন৷ আরও পড়ুন-Coronavirus Cases In India: করোনার করাল ছায়া, নতুন সংক্রামিত ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন
টেস্ট রিপোর্ট পজিটিভ এলে হাসপাতাল থেকে বলা হয়, শিশুটিকে সরকারি হাসপাতাল কিং জর্জে নিয়ে যান৷ ততক্ষণে শিশুর পরিস্থিতি যথেষ্ট খারাপ হয়েছে৷ অভিযোগ, কিং জর্জ সরকারি হাসপাতালে পৌঁছানোর পর দেখা যায় সেখানে বেড নেই৷ এই অজুহাতে হাসপাতালের বাইরেই নিদারুণ অসুস্থ শিশুকন্যাকে নিয়ে ৯০ মিনিট অপেক্ষা করতে হয় হতভাগ্য বাবা-মাকে৷ যদিও অ্যাম্বুল্যান্সে শিশুকন্যার অক্সিজেন চলছিল৷ তবে তাতেও শেষরক্ষা হল না৷ প্রায় ৯০ মিনিট যমে মানুষে টানাটানির পর চিরতরে ঘুমিয়ে পড়ল একরত্তি৷ মেয়েকে হারিয়ে বাবা-মায়ের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ যদি জরুরি পরিস্থিতি বুঝে চিকিৎসা শুরু করত, তাহলে তাঁদের মেয়ে বেঁচে যেত৷
যদিও কিং জর্জ হাসপাতালের তরফে জানানো হয়েছে, শিশুকন্যাকে যখন নিয়ে আসা হয় তখন তার পরিস্থিতি সংকটজনক ছিল৷ যাইহোক ওই সময় এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের কর্মীদের সঙ্গে শিশুর পরিবারের লোকজনের উত্তপ্ত বাক্য বিনিময় চলে বেশ কিছুক্ষণ৷