Omicron: দিল্লিতে ভয়ঙ্করভাবে বাড়ছে ওমিক্রন, ৮৪%-এর শরীরে করোনার নয়া ভ্যারিয়েন্টের সংক্রমণ

সোমবারের সকালের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার। রাজধানী শহরে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৬.৫ শতাংশ।

Coronvirus (Photo Credit: File Photo)

দিল্লি, ৩ জানুয়ারি:  ডেল্টার জায়গা নেবে ওমিক্রন (Omicron)। করোনাভাইরাসের (Coronavirus) এই নয়া প্রজাতি 'গ্লোবাল ভ্যারিয়েন্ট'-এর জায়গা দখল করবে। সম্প্রতি এমনই সতর্কবার্তা দেওয়া হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে। সেই অনুযায়ী গোটা বিশ্বের পাশাপাশি ভারত জুড়েও বাড়ছে ওমিক্রনের দাপট। করোনার এই নয়া প্রজাতির দাপট নিয়ে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন যা জানালেন, তা কার্যত অবাক হওয়ার মতো।

পিটিআইয়ের খবর অনুযায়ী, দিল্লির (Delhi) স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন জানান, রাজধানী শহরে যত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন, তার মধ্যে ৮৪ শতাংশের শরীরে ধরা পড়েছে ওমিক্রন। গত ৩০ এবং ৩১ ডিসেম্বর দিল্লিতে যতজনের জিনোম সিকোয়েন্স পরীক্ষা করা হয়েছে, তার মধ্য়ে ৮৪ শতাংশের শরীরে ধরা পড়েছে ওমিক্রন সংক্রমণ।

সোমবারের সকালের স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার। রাজধানী শহরে এই মুহূর্তে পজিটিভিটি রেট ৬.৫ শতাংশ।

আরও পড়ুন:  Priyanka Chopra: সমুদ্রে ভেসে, নিকের কোলে মাথা রেখে নতুন বছর শুরু প্রিয়াঙ্কা চোপড়ার

ওমিক্রন বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে গোটা দেশ জুড়ে। ভারতের ২৩টি রাজ্যে ধরা পড়েছে ওমিক্রন সংক্রমণ। যার মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra)  অবস্থা ভয়ঙ্কর। মহারাষ্ট্রের পর দিল্লি এবং পশ্চিমবঙ্গ (West Bengal) জুড়েও ক্রমাগত বাড়ছে সংক্রমিতর সংখ্যা। যার জেরে পশ্চিমবঙ্গে আজ থেকে সমস্ত স্কুল, কলেজ বন্ধ করা হয়েছে। সন্ধে সাতটার পর চলবে না লোকাল ট্রেন। সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজের নির্দেশ দেওয়া হয়েছে।