Cuttack Gang Rape: কটক গণধর্ষণে তোলপাড়ার মাঝে মন্ত্রীর প্রতিশ্রুতি, ২০৩৬ সালের মধ্যে মহিলাদের জন্য সম্পূর্ণ অপরাধহীন হবে ওডিশা

কটকে কলেজ ছাত্রীর গণধর্ষণ নিয়ে তোলপাড় ওডিশা। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসার পর ওডিশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনের দাবি, ২০৩৬ সালের মধ্যে মহিলাদের ওপর যে কোনও ধরনের নির্যাতন, অত্যাচারে বিষয়ে সম্পূর্ণ অপরাধহীন হয়ে যাবে রাজ্য।

প্রতীকী ছবি (Photo Credits: IANS)

Cuttack Gang Rape: কটকে কলেজ ছাত্রীর গণধর্ষণ নিয়ে তোলপাড় ওডিশা। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্ষণের অভিযোগের ঘটনা সামনে আসার পর ওডিশার আইন মন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দনের ( Prithiviraj Harichandan) দাবি, ২০৩৬ সালের মধ্যে মহিলাদের ওপর যে কোনও ধরনের নির্যাতন, অত্যাচারে বিষয়ে সম্পূর্ণ অপরাধহীন হয়ে যাবে রাজ্য।

জয় জগন্নাথের রাজ্যে কেন বাড়ছে নারী নির্যাতন বা কেন উঠছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তা নিয়ে বলতে গিয়ে ওডিশার বিজেপি সরকারের মন্ত্রী বললেন, "মহিলাদের বিরুদ্ধে হওয়া যে কোনও ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বদ্ধপরিকর বিজেপি সরকার। ২০৩৬ সালের মধ্যে ওডিশায় মহিলাদের ওপর সব ধরনের অপরাধ বন্ধ হয়ে যাবে। মানে মহিলাদের ওপর রাজ্যে আর কোনও অপরাধ ঘটবে না এমন প্রতিশ্রুতি দিতে ১২ বছর সময় নিয়ে নিলেন মন্ত্রী।

মন্ত্রীর দবি, ২০৩৬ সালে মহিলা নির্যাতনে অপরাধহীন হবে ওডিশা

কটকে ১৯ বছরের এক মেয়েকে বারবার গণধর্ষণের পর তার ভিডিয়ো করে কয়েকজন। এই কাণ্ডে এক নাবালক সহ মোট ৬জন কে গ্রেফতার করেছে কটক পুলিশ। ধর্ষণের দায়ে গ্রেফতার হয়েছে মেয়েটির প্রেমিকও। অন্ত:রঙ্গ ভিডিয়ো ফাঁস করার দায়ে তাকে বারবার গণধর্ষণ করা হয় বলে মেয়েটির অভিযোগ।