Odisha: শীত শুরু হতেই চিলিকায় পরিযায়ী পাখির আগমন শুরু, ৬৫টিরও বেশি প্রজাতির পাখি ইতিমধ্যেই চলে এসেছে জানিয়েছে বনবিভাগ (দেখুন ভিডিও)
ওড়িশার চিল্কা হ্রদ, শুধু দেশের সবচেয়ে বড়ো লেগুন হ্রদই নয়। পরিযায়ী পাখিদের বৃহত্তম আশ্রয়ও বটে এই জলাধারটি। আর তাই প্রতি বছরের মতো এবারেও চিল্কা হ্রদে শীত শুরু হতেই দেখা মিলল বিভিন্ন অঞ্চল থেকে উড়ে আসা পরিযায়ী পাখিদের। এবার শীত নামার আগে অক্টোবরের প্রথম সপ্তাহেই ওড়িশায় ভারতের বৃহত্তম পাখির আবাসস্থল চিল্কায় পরিযায়ী পাখীদের দেখা মিলছিল। হাঁস এবং ফ্ল্যামিঙ্গো থেকে শুরু করে গ্লসি আইবিস এবং ইউরেশীয় উইজেন এর দেখা মিলেছিল। আর তাপমাত্রা কমতেই এবার আগমন শুরু হয়েছে বেগুনি মুরহেন, পিনটেইল, গডভিট, গ্রেট এগ্রেট, মিডিয়াম এগ্রেট, ব্রোঞ্জ উইং জাকানা, ব্ল্যাক উইং স্টিল্ট, কর্মোরেন্ট এবং অন্যান্য বিভিন্ন ধরণের পাখির।
এই পাখিগুলি মূলত রাশিয়ার প্রত্যন্ত অঞ্চল, কাস্পিয়ান অঞ্চল, সাইবেরিয়া এবং কাজাখস্তান এবং সেইসাথে উত্তর ইউরেশিয়ার হিমালয়ের ওপারের অঞ্চলগুলি থেকে আসে। প্রতি বছর শীতকালের মাস তিনেক চিলিকাতে অবস্থানের পর গ্রীষ্ম আসার আগেই তারা বাড়ি ফিরে যেতে শুরু করে।
চিল্কা বন্যপ্রাণী বিভাগের ডেপুটি ফরেস্ট অফিসার অম্লান নায়ক (Chilika Wildlife DFO Amlan Nayak) বলেন, “এবার অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে চিল্কা হ্রদে পরিযায়ী পাখিরা এসেছে। শীত বাড়তেই এখন সংখ্যা বাড়তে শুরু করেছে। আমরা দেখেছি ৬৫টিরও বেশি প্রজাতির পাখি ইতিমধ্যেই চলে এসেছে এবং তাদের ভিড়ও বাড়ছে। নির্দিষ্ট এলাকায় যেখানে জমায়েত বাড়ছে তা লক্ষ্য করা গেছে।