Odisha Crime Branch: ভুয়ো অ্যাকাউন্ট খুলে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের মানুষের টাকা লুটের অভিযোগ, ধৃত পশ্চিমবঙ্গের বাসিন্দা-সহ ৩
পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার মানুষদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা লুট করার অভিযোগ ছিল।
ভুবনেশ্বর: পশ্চিমবঙ্গ (West Bengal), ঝাড়খণ্ড (Jharkhand) ও ওড়িশার (Odisha) বিভিন্ন জেলার প্রত্যন্ত এলাকার (remote areas) মানুষদের (opening mule bank accounts) নামে ভুয়ো অ্যাকাউন্ট (opening mule bank accounts ) খুলে টাকা লুট করার অভিযোগ ছিল।
তার ভিত্তিতে অভিযান চালিয়ে ওড়িশা ক্রাইন ব্রাঞ্চের স্পেশাল টাস্ক ফোর্স (Odisha Crime Branch's Special Task Force) একটি বড়সড় আন্তঃরাজ্য ভুয়ো অ্যাকাউন্ট (huge interstate racket) চক্রের পর্দাফাঁস (busted) করল। মূল চক্রী (mastermind)-সহ অভিযুক্তরা পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রচুর মানুষকে ঠকিয়েছে বলে অভিযোগ। আরও পড়ুন:
বুধবার এই চক্রের মূল অভিযুক্ত-সহ তিনজনকে ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের মধ্যে একজন হল পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের (West Medinapur) বাসিন্দা জামিরউদ্দিন (Jamiruddin) আর বাকি দু-জন হাফিজুল (Hapizul) ও জাহাঙ্গীর (Jahangir) হল ওড়িশার বালাসোরের (Balasore) বাসিন্দা। আরও পড়ুন: