Independence Day 2020: স্বাধীনতা দিবসে দিল্লি বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটের ওঠানামার সময়সীমা বেঁধে দিল কেন্দ্র

স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ১৫ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটের ওঠানামার সময়সীমা (NOTAM at Delhi International Airport Only For Chartered Flights) বেঁধে দেওয়া হল। এয়ারমেন নোটিস অনুসারে শনিবার সকাল ছটা থেকে ১০ টার মধ্যে এবং বিকেল চারটে থেকে রাত দশটার মধ্যে কোনও চার্টার্ড ফ্লাইট দিল্লির আইজিআই বিমানবন্দরে নামতে পারবে না। ভারতীয় বায়ুসেনার বিমান, বিএসএফ-এর বিমান ও সেনা হেলিকপ্টারের ওঠানামায় কোনওরকম নিষেধাজ্ঞা জারি হয়নি। একই সঙ্গে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর বিমান ওঠানামার অনুমতি রয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়তে চলেছে রাজধানী দিল্লি ও এনসিআর। এদিন বেশ কয়েকটি নিরাপত্তার চাদরে ঘিরে থাকবে রাজধানী ও দিল্লি এনসিআর। দেশের সীমান্তেও থাকবে কড়া নজরদারি।

দিল্লি আন্তার্জাতিক বিমানবন্দরের ফাইল ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ১৪ আগস্ট: স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার ১৫ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে চার্টার্ড ফ্লাইটের ওঠানামার সময়সীমা (NOTAM at Delhi International Airport Only For Chartered Flights) বেঁধে দেওয়া হল। এয়ারমেন নোটিস অনুসারে শনিবার সকাল ছটা থেকে ১০ টার মধ্যে এবং বিকেল চারটে থেকে রাত দশটার মধ্যে কোনও চার্টার্ড ফ্লাইট দিল্লির আইজিআই বিমানবন্দরে নামতে পারবে না। ভারতীয় বায়ুসেনার বিমান, বিএসএফ-এর বিমান ও সেনা হেলিকপ্টারের ওঠানামায় কোনওরকম নিষেধাজ্ঞা জারি হয়নি। একই সঙ্গে রাজ্যপাল বা মুখ্যমন্ত্রীর বিমান ওঠানামার অনুমতি রয়েছে। ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়তে চলেছে রাজধানী দিল্লি ও এনসিআর। এদিন বেশ কয়েকটি নিরাপত্তার চাদরে ঘিরে থাকবে রাজধানী ও দিল্লি এনসিআর। দেশের সীমান্তেও থাকবে কড়া নজরদারি। আরও পড়ুন-Amazon Pharmacy: ওষুধের বাজারে নতুন প্রতিযোগী, এবার অনলাইনে পরিষেবা দেবে অ্যামাজন ফার্ম্যাসি

নির্দিষ্ট সময়ে দিল্লি বিমানবন্দরে নামবে না কোনও চার্টার্ড ফ্লাইট

এছাড়া স্বাধীনতা দিবসের দিনে এনএসজি, এসপিজি, আটিবিপি-র তরফেও চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে। ৭৪-তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ জাতির উদ্দেশে ভাষণ দেবেন। হিন্দিতে রাত সাতটা থেকে এই ভাষণ শোনা যাবে অল ইন্ডিয়া রেডিওতে এবং দূরদর্শনে সম্প্রচারিত হবে রাষ্ট্রপতির ভাষণ। একই সঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ভাষণের ইংরেজি অনুবাদ শোনার সুযোগও থাকছে।