Noida Accident: নিউ ইয়ার ইভে ৩ জনকে ধাক্কা দিয়ে চম্পট গাড়ির, কোমায় তরুণী

জানা যায়, যে ৩ তরুণীকে ধাক্কা দিয়ে গাড়িটি চম্পট দেয়, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কোমায় রয়েছেন বলে খবর। অন্য দুই তরুণীর চোট খবর একটা গুরুতর নয়। তাঁরা ভাল আছেন বলে জানা যাচ্ছে।

Representational Image (Photo Credit: File Photo)

নয়ডা, ৩ জানুয়ারি: নিউ ইয়ার ইভে ৩ তরুণীকে ধাক্কা দিয়ে চম্পট দিল একটি গাড়ি। গ্রেটার নয়ডার এমনই একটি ঘটনার খবর প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়ায়। রিপোর্টে প্রকাশ, নিউ ইয়ার ইভে উত্তরপ্রদেশের (Uttar Pradesh)  গ্রেটার নয়ডা (Noida) এলাকায় ৩ তরুণীকে ধাক্কা দেয় একটি গাড়ি। পরপর ৩ তরুণীকে ধাক্কা দিয়ে সেখান থেকে চম্পট দেন সংশ্লিষ্ট গাড়ির চালক। জানা যায়, যে ৩ তরুণীকে ধাক্কা দিয়ে গাড়িটি চম্পট দেয়, তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে কোমায় রয়েছেন বলে খবর। অন্য দুই তরুণীর চোট খবর একটা গুরুতর নয়। তাঁরা ভাল আছেন বলে জানা যাচ্ছে। নিউ ইয়ার ইভের ওই 'হিট অ্যান্ড রানের' ঘটনা প্রকাশ্যে আসতেই পুলিশ অভিযুক্ত গাড়ি চালকের খোঁজ শুরু করেছে।  তবে ওই অভিযুক্ত চালককে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি বলে খবর।

আরও পড়ুন: Ghaziabad: নতুন বছর উদযাপনের পর মত্ত মহিলার উপর নির্যাতন, ধর্ষণে অভিযুক্ত হোটেল কর্মী

প্রসঙ্গত গ্রেটার নয়ডার ওই ঘটনার পাশাপাশি গাজিয়াবাদেও ধর্ষণের ঘটনায় আতঙ্ক ছড়ায় সম্প্রতি।

জানা যায়, গত ১ জানুয়ারি গাজিাবাদের একটি হোটোলে বন্ধুদের সঙ্গে যান এক মহিলা। ভোর প্রায় ৩টে পর্যন্ত হোটেলে ছিলেন ওই মহিলা। নতুন বছর উদযাপনের পর মত্ত অবস্থায় তিনি হোটেলের একটি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। ঘুুমন্ত অবস্থায় তিনি বুঝতে পারেন, তাঁর ঘরে হেটেলের কোনও কর্মী প্রবেশ করেন। কিন্তু মদ্যপ অবস্থায় তিনি প্রথমে বুঝতে পারেননি, হোটেলের কোন কর্মী তাঁর অবস্থার সুযোগ নেন। পরে ওই মহিলা অভিযুক্ত হোটেলের কর্মীকে সনাক্ত করেন বলে পুলিশকে জানান নির্যাতিতা।