7th Pay Commission Latest Update: এখনই অষ্টম পে কমিশন গঠনের প্রস্তাব কেন্দ্রের বিবেচনাধীনে নেই , পঙ্কজ চৌধুরী

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন (7th Pay Commission) গড়ার কথা ভাবছে না কেন্দ্র।

Minister of State for Finance Pankaj Chaudhary. Photo credits: Facebook

নতুন দিল্লি, ৯ অগাস্ট:  কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অষ্টম পে কমিশন (7th Pay Commission) গড়ার কথা ভাবছে না কেন্দ্র। সোমবার লোকসভায় এই তথ্য দিলেন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আরও পড়ুন-Cattle Smuggling Case: গরুপাচার মামলায় ফের সিবিআইয়ের তলব, বুধবার ১১টায় নিজাম প্যালেসে আসতে হবে অনুব্রতকে

এদিন এক লিখিত বার্তায় পঙ্কজ চৌধুরী জানান, "কেন্দ্রীয় সরাকরি কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের প্রস্তাব এখনও সরকারের কাছে বিবেচনাধীন নয়।" এই অষ্টম পে কমিশন বাস্তবায়িত হতে পারে ১ জানুয়রি ২০২৬-এ।

তিনি জানান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের অধীনে শ্রম ব্যুরো দ্বারা প্রকাশিত সূচি অনুযায়ী মুদ্রাস্ফীতির কারণে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে বেতন পান তা অনেকটাই কম হয়ে যায়। সেই ক্ষয়ক্ষতি মেটাতে মহার্ঘ্যভাতা দিয়ে থাকে কেন্দ্র। এই মুদ্রাস্ফীতির তারতম্য অনুসারে প্রতি ছয়মাস অন্তর মহার্ঘ্যভাতার হার পর্যাক্রমে সংশোধন হয়ে আসছে।

২০১৪-র ফেব্রুয়ারি মাসে কেন্দ্র সপ্তম পে কমিশন গঠন করেছিল। ২০১৬-র ১ জানুয়ারি থেকে সপ্তম পে কমিশন বলবৎ হয়।