Zojila Tunnel: জোজিলা টানেল তৈরি হলে জম্মু ও কাশ্মীরে পর্যটন ও কাজের সুযোগ ২-৩ গুণ বাড়বে বলে দাবি গড়কড়ির, দেখুন টানেল পরিদর্শনের ভিডিয়ো
জোজিলা টানেলটি সম্পূর্ণ হওয়ার পর জম্মু ও কাশ্মীরে পর্যটন ও বিভিন্ন ধরনের কাজের সুযোগ ২-৩ গুণ বাড়বে বলে দাবি করলেন কেন্দ্র সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি।
শ্রীনগর: জোজিলা টানেলটি (Zojila Tunnel) সম্পূর্ণ হওয়ার পর জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) পর্যটন (tourism) ও বিভিন্ন ধরনের কাজের সুযোগ (employment opportunities) ২-৩ গুণ বাড়বে বলে দাবি করলেন কেন্দ্র সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতিন গড়কড়ি (Union Minister for Road Transport & Highways Nitin Gadkari)।
সোমবার সকালে জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা (Jammu & Kashmir LG Manoj Sinha) এবং সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে জোজিলা টানেল তৈরির কাজ পরিদর্শন (inspect the ongoing work) করেন তিনি।
পরে এপ্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কডি বলেন, "এই টানেল তৈরির কাজটি সম্পূর্ণ হলেই জম্মু ও কাশ্মীরে পর্যটন ব্যবসা ও বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ ২ থেকে তিনগুণ বৃদ্ধি পাবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে জম্মু ও কাশ্মীরে আসার সময়ও অনেক কম লাগবে।" আরও পড়ুন: Shia Muslims Oppose Same Sex Marriage: সমকামী বিবাহের বিরোধিতায় সুপ্রিম কোর্টে আবেদন শিয়া মুসলিম সংগঠনেরও