Nithyananda's Kailasa Bans Entry for Indian Travellers: কোভিডের জেরে ভারতীয় পর্যটকদের কৈলাসে আসার নিষেধাজ্ঞা স্বঘোষিত 'গডম্যান' নিত্যানন্দের
ভারতে উত্তরোত্তর ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের কৈলাস দ্বীপে ভ্রমনে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বঘোষিত 'গডম্যান' নিত্যানন্দ। ভারতীয় পর্যটকদের পাশাপাশি ব্রাজিল, ইউরোপ, মালয়েশিয়ার পর্যটকদেরও কৈলাসে আসতে নিষেধাজ্ঞা জারি করেন
নতুন দিল্লি, ২২ এপ্রিল: ভারতে উত্তরোত্তর ব্যাপক হারে বাড়ছে করোনা আক্রান্তের (COVID19 Cases) সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতীয় পর্যটকদের কৈলাস (Kailasa) দ্বীপে ভ্রমনে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন স্বঘোষিত 'গডম্যান' নিত্যানন্দ (Godman Nithyananda)। ভারতীয় পর্যটকদের পাশাপাশি ব্রাজিল, ইউরোপ, মালয়েশিয়ার পর্যটকদেরও কৈলাসে আসতে নিষেধাজ্ঞা জারি করেন।
২০১৯ সাল থেকে নিত্যানন্দ ইকুয়েডরের উপকূলে অবস্থিত একটি দ্বীপে আত্মগোপন করছেন। যৌন নিপীড়নের অভিযোগ এনে তিনি পলাতক ছিলেন। সেই থেকে নিত্যানন্দ কৈলাসকে পৃথক দেশ হিসাবে ঘোষণা করার জন্য জাতিসংঘের কাছে আবেদন করেছিলেন। সর্বশেষ বিবৃতিতে তিনি লিখেছেন, "কৈলাসের এই ডি ফ্যাক্ট দূতাবাসগুলির সঙ্গে যুক্ত সমস্ত কৈলাসবাসী, একাইলেসিয়ানবাসী, স্বেচ্ছাসেবীরা কোয়ারেন্টাইন থেকে এবং স্থানীয় আইন অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করুন।" আরও পড়ুন, করোনা আক্রান্ত শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা, রয়েছেন নিভৃতবাসে
অতীতে নিত্যানন্দ প্রচারের আলোয় এসেছিলেন যখন তাঁর 'হিন্দু সার্বভৌম দেশ' ভিডিওটি টুইটের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। নিজস্ব মন্ত্রিসভা এবং প্রধানমন্ত্রী ছাড়াও এই দ্বীপের একটি নিজস্ব ওয়েবসাইটও রয়েছে। দ্বীপ সম্পর্কে ওয়েবসাইটটিতে বলা আছে, "কৈলাস হ'ল এমন একটি দেশ যেখানে নিজের দেশে হিন্দুধর্মের সত্যতাচর্চা করার অধিকারকে হারিয়েছে তারা এখানে এসে হিন্দু ধর্ম চর্চা করেন।" আপাতত ভারতে 'মোস্ট ওয়ান্টেড'-র তালিকায় রয়েছেন নিত্যানন্দ।