Nipah Virus Scare In Kerala: কেরলে ক্রমশ জটিল হচ্ছে পরিস্থিতি, নিপায় আক্রান্ত আরও ১, সংক্রমিতর সংখ্যা পৌঁছে গেল ৬-এ
৩০ অগাস্ট নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। কোজিকোড়েই নিপা সংকরমণের থাবা সবেচেয়ে জটিল। সেই কারণে কোজিকোড় জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
তিরুবনন্তপুরম, ১৫ সেপ্টেম্বর: কেরলে নিপা ভাইরাসের থাবায় ফের আরও একজন আক্রান্ত। যা নিয়ে নিপায় আক্রান্তের সংখ্যা কেরলে বেড়ে দাঁড়াল ৬। ফলে কোভিডের পর এবার নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াতে শুরু করেছে। ICMR-এর কথায়, নিপা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবডি শরীরে প্রবেশ করাতে হবে। অ্যান্টিবডির পালটা ডোজ পড়লে, তবে নিপা সংক্রমণ কমতে পারে বলে মনে করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। নিপা ভাইরাস য়াতে সংক্রমণ ছড়াতে না পার, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে কেরলের স্বাস্থ্য দফতরের তরফে। পাশাপাশি নিপা সংক্রমণ ঠেকাতে বুধবার বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা বৃহস্পতিবার কোজিকোড়েই বৈঠকে বসেন।
প্রসঙ্গত ৩০ অগাস্ট নিপা ভাইরাসে সংক্রমিত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয় বলে জানা যায়। কোজিকোড়েই নিপা সংকরমণের থাবা সবেচেয়ে জটিল। সেই কারণে কোজিকোড় জুড়ে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে কোজিকোড়ে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। শনিবার পর্যন্ত কেরলের এই জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ থাকবে বলে জানানো হয়। সবকিছু মিলিয়ে দক্ষিণের এই রাজ্যে ২০১৮ এবং ২০২১ সালের পর ফের নিপা ভাইরাসের আতঙ্ক জোর কদম ছড়াতে শুরু করেছে।