Howrah-Puri Vande Bharat Express: এবার ছুটবে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, জানুন বাংলার দ্বিতীয় বন্দে ভারতের কবে উদ্বোধন

আরও একটা বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। হাওড়া-ভূবনেশ্বর-পুরী রুটে ছুটতে চলেছে দেশের নবম বন্দে-ভারত এক্সপ্রেস। আগামিকাল, সোমবার চেন্নাইয়ের ফ্যাক্টারিতে থেকে বের হতে পারে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন।

Vande Bharat Express (Photo Credits: Twitter/IANS)

তৈরি হয়ে নিন। এবার একেবারে সোজা বন্দে ভারত চড়ে সরাসরি পুরী।  আরও একটা বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে বাংলা। হাওড়া-ভূবনেশ্বর-পুরী রুটে ছুটতে চলেছে দেশের নবম বন্দে-ভারত এক্সপ্রেস। আগামিকাল, সোমবার চেন্নাইয়ের ফ্যাক্টারিতে থেকে বের হতে পারে হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেন। কবে থেকে শুরু হবে এই নবম বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবা এই নিয়ে সরকারী ঘোষণা খুব শীঘ্রই করা হতে পারে। পুরী মন্দির, কোণারকম মন্দর ও সমুদ্র সৈকত্যের কারণে বাংলা থেকে বহু পর্যটক যাতায়াত করেন। রেলের হিসেব বলছে, এই রুটে বন্দে ভারত এক্সপ্রেস চললে তা লাভজনক হবে। শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তে হাওড়া-পুরী রুটে চলবে বন্দে ভারত।

আগামী তিন বছর দেশজুড়ে মোট ৪০০টি বন্দে ভারত ট্রেন চালানোর পরিকল্পনা করেছে ভারতীয় রেল। পয়লা জানুয়ারি থেকে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে। এবার হাওড়া-পুরী রুটে বন্দে ভারত ট্রেনের অপেক্ষা। শোনা যাচ্ছিল হাওড়া-পুরী রুটের আগে নিউ দিল্লি-জয়পুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে পারে। তবে দিল্লি-জয়পুর রুটে এখনও পরিকাঠামোগত কিছু ত্রুটি থাকায় সময় লাগতে পারে। তাই হাওড়া-পুরী বন্দে ভারত ট্রেনই হয়তো আগে ছুটতে পারে। আরও পড়ুন-বিমানবন্দরে বোমা হামলার হুমকি

হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটের পর দেশের অষ্টম বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু হয় সেকেন্দ্রাবাদ-বিশাখপত্তনাম রুটে। নয়া দিল্লি-বারণসী, চেন্নাই-মাইসুর, নয়া দিল্লি-বৈষ্ণদেবী কাটারা, দিল্লি-আন্দাউরা, বিলাসপুর-নাগপুর, মুম্বই-আমেদাবাদ রুটেও চালু হয়েছে বন্দে ভারত ট্রেন। মাত্র ৫২ সেকেন্ডের মধ্যে ০-১০০ কিলোমিটার গতিতে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। বন্দে ভারত এক্সপ্রেসে মোট ১৪টি এসি চেয়ার কার এবং দুটি এক্সকিউটিভ এসি চেয়ার কার থাকে। একটা ট্রেনে মোট এক হাজার ১২৮জন সফর করতে পারেন। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত এক্সপ্রেসে রয়েছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, আরামদায়ক আসন সহ নানা সুবিধা।