Andhra: গৃহবন্দী এড়াতে পার্টি অফিসে রাত কাটালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির বোন ওয়াইএস শর্মিলা রেড্ডি

বুধবার রাতে বিজয়ওয়াড়ায় পার্টি অফিসে রাত কাটিয়েছেন ওয়াইএস শর্মিলা রেড্ডি।

Congress leader YS Sharmila (Photo Credit: ANI)

 নয়াদিল্লি:  গৃহবন্দী এড়াতে (House Arrest) অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের প্রধান মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডির (Jaganmohan Reddy) বোন ওয়াইএস শর্মিলা রেড্ডি (YS Sharmila Reddy) বুধবার রাতে বিজয়ওয়াড়ায় তাঁর পার্টি অফিসে রাত কাটিয়েছেন।

বেকার যুবক এবং ছাত্রদের সমস্যার সমাধান করার দাবিতে আজ ওয়ইএস শর্মিলা রেড্ডি নেতৃত্বে কংগ্রেস কর্মীরা 'চলো সচিবালয়' (Chalo Secretariat) প্রতিবাদের ডাক দিয়েছেন। আরও পড়ুন: JP Nadda On India Block : ইন্ডিয়া জোটকে দুর্নীতিগ্রস্থ বলে কটাক্ষ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার

বিজয়ওয়াড়ার অন্ধ্র রত্ন ভবনে মিডিয়া সাক্ষাৎকারে ওয়াইএস শর্মিলা বলেছিলেন, রাজ্য সরকার যুব, বেকার এবং ছাত্রদের গুরুত্বপূর্ণ সমস্যাগুলি সমাধান করতে ব্যর্থ হয়েছেন।