World Bank Report: গণপরিবহন ব্যবহারে পুরুষদের তুলনায় এগিয়ে মহিলারা, বলছে বিশ্ব ব্যাঙ্ক
ভারতে গণপরিবহন ব্যবহারে পুরুষদের তুলিনায় এগিয়ে রয়েছেন নারীরা। সম্প্রতি বিশ্ব ব্যাঙ্কের একটি রিপোর্টে (World Bank Report) সেই তথ্যই প্রকাশিত হয়েছে। রিপোর্ট বলছে, মহিলাদের ভ্রমণের ৮৪% গণপরিবহণ ব্যবহার করেন। বিশ্ব ব্যাঙ্কের রিপোর্ট এও জানাচ্ছে, পুরুষদের তুলনায় মহিলাদের পায়ে হেঁটে কাজ করার প্রবণতা বেশি। প্রতিদিন ৪৫.৪ শতাংশ মহিলা পায়ে হেঁটে কাজ করতে যান। যেখানে পুরুষদের সংখ্যা মাত্র ২৭.৪ শতাংশ।
ভারতীয় শহরগুলোতে কীভাবে পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহণ (Public Transport) নকশা করলে তা মহিলাদের ভ্রমণের প্রয়োজনীয়তাকে আরও বেশি করে পূরণ করবে, সে সম্পর্কে গাইড করার জন্যেই এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। যেখানে দেখা গিয়েছে, ভ্রমণের জন্যে মহিলারা বাস বেশি করেন। ভ্রমণের সময় মহিলারা সাধ্যের বিষয়টা বিবেচনা করেন তাই তাঁরা ভ্রমণের জন্যে ধীরগতি সম্পন্ন যানবাহনকেই বেছে নেন। কারণ দ্রুতগামী যানবাহন গুলো অনেক বেশি ব্যয়বহুল। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় নিরাপত্তার অভাবে মহিলাদের বাইরে বেরোতে বাধা আসে। পাবলিক প্লেসে তাদের উপস্থিতি অনেক কমে আসে।