Rajasthan: উদয়পুরে চিতাবাঘের তাণ্ডব, হামলা হয় এক মহিলার ওপর, তল্লাশি অভযানে নেমেছেন বনকর্মীরা

আচমকাই চিতাবাঘের তাণ্ডব দেখা গেল রাজস্থানের উদয়পুরে। জানা যাচ্ছে মঙ্গলবার সকালে গোগুন্ডা এলাকায় এক চিতাবাঘকে দেখা গিয়েছে।

আচমকাই চিতাবাঘের তাণ্ডব দেখা গেল রাজস্থানের উদয়পুরে। জানা যাচ্ছে মঙ্গলবার সকালে গোগুন্ডা এলাকায় এক চিতাবাঘকে (Leopard) দেখা গিয়েছে। এবং এই পশুটি ইতিমধ্যেই এক মহিলা ও বেশ কয়েকটি গবাদী পশুর ওপর হামলা চালিয়েছে বলে খবর। সূত্রের খবর, এদিন সকালে নিজের বাড়ি থেকে ঢিলছোড়া দূরে নিজের গবাদী পশুকে নিয়ে প্রতিদিনের মতো ঘাস খাওয়ানোর জন্য খুঁটিতে বাধতে গিয়েছিলেন। সেই সময় পেছন থেকে একটি চিতাবাঘ এসে তাঁর ওপর হামলা চালায়। যন্ত্রণা ও আতঙ্কে চিৎকার করতেই আশেপাশের গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই বাঘটিকে দেখতে পায়। তারপরেই তাঁরা তেড়ে যেতে সেটি পালিয়েও যায়।

এরপর থেকে বাঘের আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। অন্যদিকে ঘটনাস্থলে ইতিমধ্যেই এসে পৌঁছেছে বনবিভাগের আধিকারিক ও স্থানীয় পুলিশ। বাঘের খোঁজে চলছে তল্লাশি অভিযান। যদিও এখনও কোনও চিতাবাঘ ধরতে পারেননি তাঁরা। বন দফতর সূত্রের খবর, জঙ্গের বিভিন্ন প্রান্তে ক্যামেরা লাগানো রয়েছে। সেগুলি দেখে বাঘের খোঁজ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খাবারের সন্ধানেই লোকালয়ে ঢুকেছিল ওই বাঘটি। গ্রামবাসীদের অভিযোগ, দিনকয়েক ধরেই তাঁদের গবাদী পশুগুলি উধাও হয়ে যাচ্ছিল।