Wild Cat Attack : মায়ের কোল থেকে নবজাতক ছিনিয়ে নিল বুনো বিড়াল, আঘাত পেয়ে মৃত্যু হয়েছে নবাজাতকের

এক নবজাতককে মায়ের কোল থেকে তুলে নিয়ে গেল বুনো বেড়াল (Wild Cat)। তারপর তাকে ছাদ থেকে ফেলে দেয়। আঘাত পেয়ে মৃত্যু হয়েছে নজাতকের।

Wild Cat Takes Away Sleeping Baby Boy

উত্তরপ্রদেশ : বুদৌনে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে। এক নবজাতককে মায়ের কোল থেকে তুলে নিয়ে গেল বুনো বেড়াল (Wild Cat)। তারপর তাকে ছাদ থেকে ফেলে দেয়। আঘাত পেয়ে মৃত্যু হয়েছে নজাতকের। ঘটনাটি ঘটেছে গৌত্র পট্টি ভাউনি গ্রামে।

পরিবার সূত্রে খবর, মায়ের কাছে ঘুমিয়ে ছিল যমজ নবজাতক। রাতেরবেলা গোপনে বনবিড়ালটি একটি শিশুকে তুলে নিয়ে যায়, তাকে ছাদ (Rooftop) থেকে ফেলে দেওয়ায়, ঘটনাস্থলেই মৃত্যু হয় নবজাতকের।

পুলিশ সূত্রে খবর, হাসানের স্ত্রী আসমা ১৫ দিন আগে যমজ সন্তানের জন্ম দেন। জন্মের পর যমজ ছেলে ও মেয়ের নাম রাখা হয় রিহান ও আলশিফা। একসঙ্গে এক ছেলে ও এক মেয়ের জন্ম হওয়ায় পরিবারের সদস্যরা দারুণ খুশি হয়, কিন্তু সোমবার রাতে পরিবারের সদস্যদের আনন্দ শোকে পরিণত হয়। আসমার স্বামী হাসান পুলিশকে জানান, যমজ সন্তানের জন্মের পর থেকে প্রতিদিন একটি বনবিড়াল বাড়িতে আসত। স্বজনরা সজাগ হয়ে বিড়ালটিকে তাড়িয়ে দিত।

আরও পড়ুন : Rajasthan: রাজস্থানের মোরওয়ানিতে ব্রিজ পার করতে গিয়ে জলে আটকে ২ জন, পরে উদ্ধার ক্রেনের সাহায্যে

হাসান জানায়, সোমবার রাতেও বিড়ালটি ঘরে ধাক্কা দেয়। রাত ১০টার দিকে একটি বনবিড়াল তার স্ত্রীর পাশে ঘুমন্ত ছেলে রিহানকে মুখে চেপে ধরে নিয়ে যায়। বুঝতে পেরে মায়ের ঘুম ভেঙে যায়, তখন বেড়ালটির বাচ্চাটিকে মুখে চেপে ধরার দৃশ্য দেখে তিনি চিৎকার শুরু করেন। পরিবাপের সদস্যরা বিড়ালটিকে ধরতে গেলে সে বাচ্চাটিকে নিয়ে ছাদে চলে যায়, তারপর তাকে ছাদ থেকে ফেলে দেয়।

দেখুন টুইট