Jagdeep Dhankhar Admitted In AIIMS: এইমসে ভর্তি হলেন ম্যালেরিয়া আক্রান্ত রাজ্যপাল রাজ্যপাল জগদীপ ধনখড়
শারীরিক অবস্থার অবনতি হওয়াতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (All India Institute of Medical Science) ভর্তি করা হল রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। আজই তাঁকে বঙ্গভবন থেকে এইমসে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।
নতুন দিল্লি, ২৫ অক্টোবর: শারীরিক অবস্থার অবনতি হওয়াতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (All India Institute of Medical Science) ভর্তি করা হল রাজ্যপাল জগদীপ ধনখড়কে (Jagdeep Dhankhar)। আজই তাঁকে বঙ্গভবন থেকে এইমসে নিয়ে যাওয়া হয় বলে সূত্রের খবর।
পুজোর সময় উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকেই বাগডোগরা বিমানবন্দর হয়ে সরাসরি দিল্লি যান তিনি। তখনও পর্যন্ত সুস্থই ছিলেন। শুক্রবারই হঠাত্ করে জ্বরে আসে তাঁর। পরীক্ষার পর রক্তে ম্যালেরিয়ার জীবাণু মেলে। তারপর থেকে বঙ্গভবনেই চিকিৎসা চলছিল তাঁর।
সূত্রের খবর, দুপুর ৩টে নাগাদ রাজ্যপালকে এইমসে ভর্তি করা হয়। তাকে মেডিসিন বিভাগের অতিরিক্ত অধ্যাপক নীরজ নিসচালের তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। প্রয়োজনীয় ওষুধপত্রও তাঁকে খাওয়ানো হচ্ছে। স্বাস্থের অবস্থার প্রতি নজর রাখা হচ্ছে।