West Bengal Bypolls 2024: মিঠুন, রচনা থেকে দেব, রুদ্রনীল, রাজ্যের ৬ বিধানসভা উপনির্বাচনে তারকা প্রচারকরা
কালীপুজো শেষ হতে না হতেই বাংলায় এবার ভোট পুজো। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হতে চলেছে। আরজি কর কাণ্ডের মাঝে বাংলায় প্রথম উপভোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
কলকাতা, ১ নভেম্বর: কালীপুজো শেষ হতে না হতেই বাংলায় এবার ভোট পুজো। আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন (West Bengal Assembly ByeElections 2024)- হতে চলেছে। আরজি কর কাণ্ডের মাঝে বাংলায় প্রথম উপভোটের দিকে তাকিয়ে গোটা রাজ্য। নৈহাটি, মেদিনীপুর সহ বাংলার যে ৬টি বিধানসভা আসনে উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। ফলপ্রকাশ ২৩ নভেম্বর। নৈহাটি, মেদিনীপুর, হাড়োয়া, বাঁকুড়ার তালডাংরা, কোচবিহারের সিতাই ও আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভা আসনে উপনির্বাচন হবে। এই ৬টি বিধানসভা আসনের মধ্যে ৫টি-তে তৃণমূল ও ১টি-তে বিজেপি ২০২১ নির্বাচনে জিতেছিল।
এই উপনির্বাচনে সব দলই জয়ের জন্য ঝাঁপাবে। উপনির্বাচনে প্রচারের জন্য নিয়ম মেনে তারকা প্রচারকের তালিকা নির্বাচনের কাছে জমা দিয়েছে রাজনৈতিক দলগুলি। সর্বোচ্চ ৪০ জন তারকা প্রচারকের নাম দেওয়া যাবে। তৃণমূল ও বিজেপির তালিকা প্রচারকের তালিকায় তারকাদের ভিড়। একদিনে মিঠুন চক্রবর্তী, তো অন্যদিকে দেব। একদিকে রুপা গঙ্গোপাধ্যায়, তো অন্যদিকে, রচনা বন্দ্যোপাধ্যায়। বিমান বসু, মহম্মদ সেলিম-রা তারকা প্রচারের তালিকায় থাকলেও, সিপিএমের এবার প্রচারে মুখ আরজি কর আন্দোলনে সক্রিয় ভূমিকা নেওয়া মীনাক্ষি মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর-রা। কংগ্রসের তারকা প্রচারক রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার, প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রচারের জন্য হাতে আর দিন দশেক। তবে দেওয়াল লিখন, বাড়ি বাড়ি প্রচারে অনেকটা এগিয়ে গিয়েছে তৃণমূল। তৃণমূলের সংগঠন বেশ সক্রিয় এই উপভোটে। আরও পড়ুন-শুক্রে হালকা বৃষ্টির পূর্বাভাষ, ভাইফোঁটায় আকাশ থাকবে আলো ঝলমলে
মাদারিহাট, সিতাই ছাড়া বিজেপির প্রচার তেমন জমাট দেখাচ্ছে না। নৈহাটি বাম সমর্থিত সিপিআইএমএল প্রার্থীর প্রচারে ভিড় চোখে পড়েছে। কিন্তু মেদিনীপুর, হাড়োয়া-য় বামেদের প্রচারে সেভাবে দানা বাঁধছে না। একমাত্র বাঁকুড়ায় তালডাংরায় প্রার্থী দিয়েছে সিপিএম। কিন্তু প্রচারে সেখানে তারা তৃণমূলের চেয়ে পিছিয়ে। তবে এখনও শেষের দিন দশেকের গুরুত্বপূর্ণ প্রচার পর্ব বাকি।
তৃণমূলের তারকা প্রচারকা (উল্লেখযোগ্যরা)-মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্য়োপাধ্যায়, কাকলি ঘোষদস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরুপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, দীপক অধিকারী (দেব), মলয় ঘটক, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, মানস ভুঁইয়া, কীর্তি আজাদ, শতাব্দী রায়, সুজিত বসু, পার্থ ভৌমিক, উদয়ন গুহ, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, সায়ন্তীকা বন্দ্যোপাধ্যায়, রচনা বন্দ্যোপাধ্যায়, সোহম চক্রবর্তী, মমতা বালা ঠাকুর, মহুয়া মৈত্র, শশী পাঁজা, অজিত মাইতি, দোলা সেন, বীরবাহ হাঁসদা, গঙ্গা প্রসাদ শর্মা।
বিজেপির তারকা প্রচারকা (উল্লেখযোগ্যরা)-সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, মিঠুন চক্রবর্তী, অমিত মালভ্য, দিলীপ ঘোষ, মঙ্গল পাণ্ডে, রুদ্রনীল ঘোষ, রাহুল সিনহা, রূপা গাঙ্গুলী, অগ্নিমিত্রা পাল, শান্তুনু ঠাকুর, রাজু বিস্ত, সৌমেন্দু অধিকারী, দেবশ্রী গোস্বামী, হিরণ, অর্জুন সিং, সুভাষ সরকার, জন বার্লা, ,সৌমিত্র খাঁ, মনোজ টিগ্গা।
সিপিআইএমের তারকা প্রচারকা (উল্লেখযোগ্যরা)- মহম্মদ সেলিম, বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মিনাক্ষী মুখোপাধ্যায়, দীপ্সিতা ধর, রামচন্দ্র ডোম, শ্রীদীপ ভট্টাচার্য, সুজন চক্রবর্তী, অমিত পাত্র, সমিক লাহিড়ি, রবীন দেব, অন্তত রায়,পলাশ দাস,কনিনিকা ঘোষ, পুলিন বিহারী বাস্কে।
কংগ্রেসের তারকা প্রচারকা (উল্লেখযোগ্যরা)-গুলাম আহমেদ মীর, শুভঙ্কর সরকার, অধীর চৌধুরী, দীপা দাশমুন্সি, প্রদীপ ভট্টাচার্য, ইশা খান চৌধুরী, আব্দুল মান্না, নেপাল মাহালা, শঙ্কর মালাকার, মনোজ চক্রবর্তী, অসিত মিত্র, সুকবিলাস বর্মা, মায়া ঘোষ, কৃষ্ণা দেবনাথ।
রাজ্যের যে ৬ কেন্দ্রে বিধানসভা আসনে উপনির্বাচন হবে--
নৈহাটি (উত্তর ২৪ পরগণা)
তৃণমূল: সনৎ দে
বিজেপি: রুপক মিত্র
বামফ্রন্ট: দেবজিত মজুমদার (লিবারেশন পার্টি)
কংগ্রেস: পরেশ নাথ সরকার
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক প্রায় সাড়ে ১৯ হাজার ভোটের ব্যবধানে জয়ী
২০১১ থেকে নৈহাটি তৃণমূলের মজুবত গড় হয়ে উঠেছে। গত তিনটি বিধানসভা নির্বাচনে এখান থেকে জিতেছেন তৃণমূলের পার্থ ভৌমিক।
--------------------
হাড়োয়া (দক্ষিণ ২৪ পরগণা)
তৃণমূল: শেখ রবিবুল ইশলাম
বিজেপি: বিমল দাস
আইএসএফ (বাম সমর্থিত): পিয়ারুল ইসলাম
কংগ্রেস- হাবিব রেজা চৌধুরী
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রায় ৮০ হাজার জয়ী ভোটের ব্যবধানে জয়ী
সাংগঠনিক দিক থেকে বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে তৃণমূল
-------------
মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর)
তৃণমূল: সুজয় হাজরা
বিজেপি: শুভজিত রায়
বামফ্রন্ট: মণিকুন্তল খামরুই (সিপিআই)
কংগ্রেস: শ্যামল কুমার ঘোষ
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জুন মালিয়া প্রায় ২৫ হাজার ভোটের ব্যবধানে জয়ী
সাংগঠনিক দিক থেকে বেশ মজবুত তৃণমূল
---------------------
তালডাংরা (বাঁকুড়া)
তৃণমূল: ফাল্গুনী সিংহবাবু
বিজেপি: অনন্যা রায়চৌধুরী
বামফ্রন্ট: দেবকান্ত মোহান্তি (সিপিআইএম)
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী অরুপ চক্রবর্তী জয়ী প্রায় সাড়ে ১২ হাজার ভোটের ব্যবধানে
একমাত্র এই আসনেই প্রার্থী দিয়েছে সিপিআইএম।
-------------------
মাদারিহাট (আলিপুরদুয়ার)
বিজেপি: রাহুল লোহার
তৃণমূল: জয়প্রকাশ টোপ্পো
বামফ্রন্ট: পাদাম ওরাঁও (আরএসপি)
কংগ্রেস: বিকাশ চম্পামারী
২০২১ বিধানসভার ফল: বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা জয়ী সাড়ে ২৯ হাজার ভোটের ব্যবধানে
এই আসনে কখনও জিততে পারেনি তৃণমূল। এখন বিজেপির মজুবত গড়।
----------------
সিতাই (কোচবিহার)
তৃণমূল: সঙ্গীতা রায়
বিজেপি: দীপক রায়
বামফ্রন্ট: অরুণ বর্মা
কংগ্রেস: হরিহর রায় সিনহা
২০২১ বিধানসভার ফল: তৃণমূল প্রার্থী জগদীশ বাঁশুনিয়া জয়ী ভোটের ব্যবধানে প্রায় ১০ হাজার ভোটের ব্যবধানে
২০২১ বিধানসভায় প্রথমবার এই আসনটি জেতে তৃণমূল। তার আগের দু'বার এখানে কংগ্রেসের বিধায়ক ছিল।