Eastern Railway: উৎসবের মরসুমে বাড়ানো হল একাধিক দুরপাল্লা ট্রেন, নিশ্চিত করল পূর্ব রেল কর্তৃপক্ষ

সামনেই ছট পুজো। আর সেই জন্য দিওয়ালি থেকেই পূর্ব রেলের পক্ষ থেকে বিহারগামী একাধিক স্পেশাল ট্রেন চালু করা হল।

প্রতীকী ছবি (Photo Credit: X@airnews_kolkata)

সামনেই ছট পুজো (Chhath Puja)। আর সেই জন্য দিওয়ালি (Diwali) থেকেই পূর্ব রেলের পক্ষ থেকে বিহারগামী একাধিক স্পেশাল ট্রেন চালু করা হল। একই একাধিক দুরপাল্লা ট্রেনে বিশেষ কোচ লাগানো হয়েছে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে, দিওয়ালির সময় থেকেই পাটনা, দ্বারভাঙা এলাকার জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। বুধবার ইস্টার্ন রেলের সিপিআরও কৌশিক মিত্র জানিয়েছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnav) চেয়েছিলেন যে দিওয়ালি ও ছট পুজোর সময়ে যেন সবধরনের মানুষ তাঁদের পরিবারের সঙ্গে পালন করতে পারে। সেই জন্য আমরা অতিরিক্ত ট্রেনের বন্দোবস্ত করেছি।

জানা যাচ্ছে, আসানসোল থেকে পাটনাগামী একাধিক ট্রেন দেওয়া হয়েছে। সেই সঙ্গে একাধিক ট্রেনে তিন কামরার স্পেশাল কোচও দেওয়া হয়েছে। আসলে আসানসোলে একাধিক বিহারের বাসিন্দা পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেই কারণেই এই ব্যবস্থা করা হয়েছে, যাতে সাধারণ মানুষ নুন্যতম ভাড়া দিয়ে বাড়ি যেতে পারেন। এছাড়া শিয়ালদহ দ্বারভাঙা রুট, মালদা থেকে পাটনা, আনন্দবিহার রুটেও একাধিক ট্রেন চালানো হবে এই সময়ে। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে প্রতিটি স্টেশন ও ট্রেনে অতিরিক্ত আরপিএফ মজুত থাকবে বলেও নিশ্চিত করেন পূর্ব রেলের আধিকারিক।