Photo Credit_Instagram

২০০৮ থেকে ২০২২,  ভারতীয় ক্রিকেটে বিরাট কোহলি পার করলেন প্রায় দেড় দশক(14 Years Kohli’s International Debut)।  ২০০৮ সালের ১৮ই অগাস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাম্বুলায় জাতীয় দলের জার্সি গায়ে প্রথম মাঠে নেমেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এরপর ভারতীয় ক্রিকেট যেন আবর্তিত হয়েছে দিল্লির এই ক্রিকেটারকে ঘিরে। মহেন্দ্র সিং ধোনির অবসর নেওয়ার অনেক আগে থেকেই জাতীয় দলের নেতৃত্ব সামলেছেন। ব্যাটিং দক্ষতার কারণে বিশ্বের সেরা ব্যাটারদের তালিকার প্রথমদিকে বিরাট কোহলি । পেয়েছেন রানমেশিন তকমা। দলকে আইসিসি ট্রফি দিতে না পারলেও  বিরাটের নেতৃত্বে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সিরিজ জয়ের নজির গড়েছে ভারত। মাঠে তাঁর আগ্রাসনকে সমীহ না করে উপায় থাকে না বিপক্ষ দলের। ৩৩ বছরের ক্রিকেটারের আগুনে ফর্মের ধার ভোঁতা হলেও বিরাটের মতো ক্রিকেটাররা সবসময়ই আনপ্রেডিক্টেবল। ব্যাটে রান নেই বহুদিন যাবৎ। সমর্থকদের জন্য এই বিশেষ দিনে ইনস্টাগ্রামে একটি স্পেশাল ভিডিও পোস্ট করলেন বিরাট কোহলি। ১০ সেকেন্ডের ভিডিওতে প্রায় গোটা কেরিয়ারের কোলাজ তুলে এনেছেন বিরাট।  আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ বছরের পূর্তিতে কোহলি ভক্তদের একটাই আবেদন, ফিরে আসুক পুরনো বিরাট। ব্যাটে উঠুক ঝড়।


আপনি এটাও পছন্দ করতে পারেন

Virat Kohli Fined: জরিমানার কবলে কোহলি সহ পুরো বেঙ্গালুরু দল, কত জরিমানা হল খেলোয়াড়দের দেখে নিন একনজরে

Virat Kohli: প্রথমবার আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের শিরোপা উঠল বিরাটের মাথায়, টুইটে শুভেচ্ছা জানাল বিসিসিআই

ICC T20 World Cup: পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের শিরোপা বিরাটের, টপকালেন মাহেলা জয়বর্ধনেকে

Virushka: বিরাটকে নিয়ে আবেগী পোস্টে কী লিখলেন অনুষ্কা শর্মা

Kohli-BCCI row: 'সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকা উচিত', বললেন বিরাটদের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী

Virat Kohli: শুরু ‘রোহিত যুগ’, ওয়ান ডে-তে বিরাট কোহলির রেকর্ডগুলো দেখুন

Virat Kohli: ‘১১ বছর ধরে ভালবাসায় ভরিয়ে রেখেছো, আত্মার যোগ থাকবে চিরকাল’ প্রিয় পোষ্যর মৃত্যুতে শোকবার্তা বিরাটের

Virat Kohli and Anushka Sharma’s Latest Pictures: 'আমাদের হাসি মিথ্যে হতে পারে কিন্তু সম্পর্ক নয়'