Vice Chancellor Arrested: খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার প্রয়াগরাজের কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি

স্যাম হিগিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল, টেকনোলজি অ্যান্ড সায়েন্সের ভাইস চ্যান্সেলর রাজেন্দ্র বিহারী লালকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

Representational Image (Photo Credit: File Photo)

প্রয়াগরাজ: স্যাম হিগিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল, টেকনোলজি অ্যান্ড সায়েন্স (SHUATS)-এর ভাইস চ্যান্সেলর রাজেন্দ্র বিহারী লালকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে (Vice Chancellor Arrested)। নৈনি থানায় তাঁর বিরুদ্ধে একটি নতুন মামলা নথিভুক্ত করার পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, নতুন মামলা দায়েরের কয়েক ঘণ্টা পরেই নৈনি এলাকায় বিশ্ববিদ্যালয়ের কাছে অবস্থিত একটি গেস্ট হাউস থেকে লালকে গ্রেফতার করা হয়। আরও পড়ুন: Japan Earthquake: প্রবল ভূমিকম্পে জাপানে মৃত ১২, দাউ দাউ করে জ্বলল বহু বাড়ি, আছড়ে পড়ল ৫ ফুটের ঢেউ

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একজন প্রাক্তন বিজেপি নেতার গাড়িতে দু'জন লোক গুলি চালানোর অভিযোগে কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে গ্রেফতার করা হয়। স্যাম হিগিনবটম ইউনিভার্সিটি অফ এগ্রিকালচার, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের ভিসি রাজেন্দ্র বিহারী লালকে প্রাক্তন বিজেপি নেতা দিবাকর নাথ ত্রিপাঠীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়। নৈনি থানার এসএইচও যশপাল সিং বলেন, ত্রিপাঠী অভিযোগ করেছিলেন যে রবিবার ভোরে তিনি আরাইল বাঁধের কাছে  মর্নিং ওয়াক থেকে ফিরছিলেন তখন লালের সঙ্গে একটি এসইউভিতে থাকা দু'জন লোক তাঁর গাড়িকে ওভারটেক করার এবং থামানোর চেষ্টা করার পরে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।