Uttar Pradesh Train Accident: দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত চালক, লাইন চ্যূত কোচ উদ্ধারে ক্রেন

বারানসি লখনউ এবং অযোধ্যা প্রয়াগরাজ দুই লাইনের দুই দিক থেকে আসা দুই মালগাড়ি এদিন ভোর ৫ টা বেজে ৪৫ মিনিট নাগাদ সংঘর্ষের মুখোমুখি হয়।

Uttar Pradesh Train Accident (Photo Credits: Twitter)

সুলতানপুর, ১৬ ফেব্রুয়ারিঃ দুই মালগাড়ির মুখোমুখি সংঘর্ষ। বৃহস্পতিবার সকালে উত্তরপ্রদেশের সুলতানপুর জেলায় দুই মালগাড়ির মধ্যে জোর সংঘর্ষ হয় (Uttar Pradesh Train Accident)। মালগাড়ির দুই চালকই গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্যে।

রেলওয়ে কর্মকর্তা সূত্রে খবর, মালগাড়ির কোচগুলো ফাঁকাই ছিল। দুর্ঘটনার পর অধিকাংশ ফাঁকা কোচ লাইন চ্যূত হয়ে যায়। বারানসি লখনউ এবং অযোধ্যা প্রয়াগরাজ দুই লাইনের দুই দিক থেকে আসা দুই মালগাড়ি এদিন ভোর ৫ টা বেজে ৪৫ মিনিট নাগাদ সংঘর্ষের মুখোমুখি হয়। ফাজিয়াবাদ থেকে দুর্ঘটনাস্থলে পৌঁছায় ক্রেন।

দুর্ঘটনায় লাইন চ্যূত বগি গুলো ক্রেনের মাধ্যমে সরানো হয়েছে। তবে দুই মালগাড়ির এমন সংঘর্ষের কারণ তদন্ত করছে রেল পুলিশ।