Uttar Pradesh Road Accident: তীর্থযাত্রার পথে চরম দুর্ঘটনা, নিহত ৫ যাত্রী, জখম বহু
জলেসার থেকে গোবর্ধনে তীর্থযাত্রায় যাচ্ছিলেন তাঁরা। গভির রাতে তীর্থযাত্রীদের ট্রাক্টর ট্রলিটির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগে।
ভয়াবহ পথ দুর্ঘটনা উত্তরপ্রদেশের হাথরস (Hathras) শহরে। দুর্ঘটনায় বলি ৫ প্রাণ। জখম হয়েছেন ৮ জনেরও বেশি। শুক্রবার রাতে তীর্থযাত্রী বোঝাই একটি ট্রাক্টর ট্রলি সঙ্গে ডাম্পারের জোর সংঘর্ষ ঘটে। আর সেই দুর্ঘটনার জেরে প্রাণ গিয়েছে পাঁচ তীর্থযাত্রীর। জানা যাচ্ছে, জলেসার থেকে গোবর্ধনে তীর্থযাত্রায় যাচ্ছিলেন তাঁরা। গভির রাতে তীর্থযাত্রীদের ট্রাক্টর ট্রলিটির সঙ্গে ডাম্পারের ধাক্কা লাগে।
দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছয় পুলিশ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। আহতদের মধ্যে কয়েকজনকে আগ্রা ও আলিগড়ের হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।
আহতদের মধ্যে কিছুজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আর বাড়তে পারে বলেই অনুমান করতে পুলিশ।