Uttar Pradesh: জোর করে মুসলিম পরিবারকে রং মাখিয়ে গ্রেফতার যুবক, আটক আরও ৩ কিশোর

হোলি খেলায় মত্ত একদল যুবক রাস্তায় একটি বাইক দাঁড় করিয়ে তাতে সওয়ার তিনজনকে জোর করে রং মাখাচ্ছে।

UP Holi Revellers Harassing Muslim Family (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৪ মার্চঃ রঙের উৎসবে মেতে উঠেছে দেশবাসী। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে ধর্মের বেড়াজালে ধর্মীয় উৎসবকে বেঁধে রাখা হয় না। তবে জোর করে কোন ধর্মের মানুষকে নিয়ে অন্য ধর্মের কোন উৎসবে সামিল করা দণ্ডনীয় অপরাধ। রবিবার সকাল থেকে নেটপাড়ায় একটি ভিডিয়ো ঘুরছে। যেখান দেখা যাচ্ছে, হোলি খেলায় মত্ত একদল যুবক রাস্তায় একটি বাইক দাঁড় করিয়ে তাতে সওয়ার তিনজনকে জোর করে রং মাখাচ্ছে। বাইকে থাকা তিনজনের মধ্যে একজন পুরুষ এবং বাকি দুইজন মহিলা। মুসলিম পরিবারের ওই তিন সদস্যকে রং মাখিয়ে হেনস্তা করার চিত্র সমাজমাধ্যমের পাতায় উঠে আসতেই প্রতিবাদে সরব হয়েছে নেটাগরিক।

আরও পড়ুনঃ গাজিয়াবাদে রিলের শ্য়ুটিংয়ের সময় মহিলার গলা থেকে চেন ছিনতাই, যোগী রাজ্যের আইনশৃঙ্খলা প্রশ্নের মুখে

পরে জানা যায় ভিডিয়োটি উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজনোর জেলার। বাইক দাঁড় করিয়ে ওই মুসলিম পরিবারের অনিচ্ছা সত্ত্বেও তাঁদের রং মাখিয়ে আনন্দ উপভোগের চেষ্টা করছে ওই যুবকের দল। হেনস্থার এই ভিডিয়ো ভাইরাল হতেই অভিযুক্তদের কড়া শাস্তির দাবি জানিয়েছে নেটবাসী। ভাইরাল ভিডিয়ো দেখে চিহ্নিত করে এক যুবককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে বিজনোর থানার পুলিশ। আরও তিন নাবালকের আটক করা হয়েছে বলে খবর।

গ্রেফতার অভিযুক্ত...

UP Police Arrested 1 (Photo Credits: X)

অভিযুক্তদের বিরুদ্ধে অন্যায়ভাবে বাধা দেওয়া, স্বচ্ছায় আঘাত করা, মহিলাকে হেনস্তা করা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিজনোর থানার সিনিয়র অফিসার নীরজ জাদাউন এক্স হ্যান্ডেল জানিয়েছেন, অনুগ্রহ করে জোর করে কারুর গায়ে রং লাগাবেন না। যে বা যারা আইন ভঙ্গ করবে পুলিশ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।