IPL Auction 2025 Live

চায়ে চিনির বদলে কীটনাশক মেশানোর জের, উত্তরপ্রদেশে মৃত ২ শিশু-সহ তিন

চা করার সময় ভুল করে চিনির (Sugar) বদলে কীটনাশক (pesticide) দিয়েছিলেন এক মহিলা। এর জেরে একই পরিবারের দুই শিশু-সহ মৃত্যু হল তিন জনের।

প্রতীকী ছবি (Photo Credits: ANI)

মৈইনপুরী (উত্তরপ্রদেশ): চা করার সময় ভুল করে চিনির (Sugar) বদলে কীটনাশক (pesticide) দিয়েছিলেন এক মহিলা। এর জেরে একই পরিবারের দুই শিশু-সহ মৃত্যু হল তিন জনের। বৃহস্পতিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মৈইনপুরী (Mainpuri) অঞ্চলের আহুচা (Aucha) এরিয়ার নাগলা কানহাই (Nagla Kanhai) গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্র সিং নামে এক ব্যক্তি ভাই দুজ উপলক্ষ্যে তাঁর ছেলে শিবানন্দন ও পরিবারের অন্যদের সঙ্গে সময় কাটাতে বাড়ি এসেছিলেন। সেইসময় সবাইকে চা করে দেন রবীন্দ্রের পুত্রবধূ। আর সেই চা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অচৈতন্য হয়ে পরেন রবীন্দ্রবাবু। কয়েক মিনিট বাদে অচৈতন্য হয়ে পরে পাঁচ ও ছয় বছরের তাঁর দুই নাতি। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। ওই পরিবারের আরও একজন সদস্য চা খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওই পরিবার সূত্রে খবর, বাড়ির বউ ভুল করে চায়ে চিনির বদলে কীটনাশক মিশিয়ে দিয়েছিলেন। এর ফলেই মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।