Dharmendra Pradhan: প্রবেশিকা পরীক্ষা দুর্নীতিকাণ্ডে চাপে পড়ে যোগ দিবস কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
নিট এবং ইউজিসি-নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এই মুহূর্তে উত্তাল গোটা দেশ। সর্বত্রই চলছে প্রতিবাদ। এমনকী দিল্লিতে কেন্দ্রীয় শিক্ষা বিভাগের অফিসের সামনে থেকে শুরু করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) বাসভবনের সামনে চলছে বিক্ষোভ। এই অবস্থায় পূর্ব পরিকল্পিত আন্তর্জাতিক যোগ দিবস কর্মসূচি বাতিল করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। জানা যাচ্ছে, আজ শিক্ষার্থীদের নিয়ে দিল্লি বিশ্ববিদ্যালয়ে যোগ দিবস করার কথা ছিল তাঁর। কিন্তু গতকাল এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উদ্দেশ্যে কালো পতাকা দেখানোর পর কর্মসূচি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গত বৃহস্পতিবার নিট এবং ইউজিসি-নেট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে অবশেষে সুর নরম করেন ধর্মেন্দ্র প্রধান। তিনি এই ঘটনাগুলিকে "প্রাতিষ্ঠানিক ব্যর্থতা" বলে উল্লেখ করেছেন। তিনি আশ্বস্ত করেছেন যে এই দুর্নীতির বিরুদ্ধে তদন্ত হবে। এবং জাতীয় পরীক্ষা সংস্থা ও কেন্দ্র সরকার যৌথভাবে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে এই বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
যদিও দিনকয়েক আগে নিট পরীক্ষায় যে দুর্নীতি হয়েছে তা মানতেই কার্যত অস্বীকার করছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। তবে দিল্লি তথা দেশজুড়ে যুবক-যুবতীরা যেভাবে বিক্ষোভ দেখিয়েছেন তাতে কার্যত চাপে পড়ে দুর্নীতির কথা স্বীকার করছেন তিনি। অন্যদিকে ইউজিসি-নিট নিয়ে তিনি দাবি করেন যে, প্রশ্নপত্র ফাঁস হওয়ার যথেষ্ট প্রমাণ মিলেছে বলে তিনি দাবি করেন। তাঁর কথায়, ডার্কনেট ও টেলিগ্রামে পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হযেছিল তার যথেষ্ট প্রমাণ মেলে। সেই কারণেই এই পরীক্ষা তড়িঘড়ি বাতিল করা হয়।