Amit Shah: দেশে বাড়ছে সাইবার অপরাধের ঘটনা, অপরাধীদের ধরার জন্য বড় ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ,
সাইবার অপরাধের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। এবার জাতীয় পর্যায়ে সন্দেহভাজনদের নিয়ে একটি রেজিস্টার তৈরি করতে চলেছে সরকার।
সাইবার অপরাধের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার। এবার জাতীয় পর্যায়ে সন্দেহভাজনদের নিয়ে একটি রেজিস্টার তৈরি করতে চলেছে সরকার। মুলত, প্রতিটি রাজ্যের সহযোগীতায় তৈরি হবে এই রেজিস্টার। ফলে এর মাধ্যম অপরাধী ও তাঁদের সংগঠিত অপরাধের ওপর নজর রাখা যাবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার সাইবার সন্দেহভাজন রেজিস্ট্রির বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর মতে, বর্তমানে আন্তর্জাতিক স্তরে তো বটেই, দেশের মধ্যেও সাইবার অপরাধের সংখ্যা ক্রমশ বাড়ছে। কিন্তু এই নিয়ে কোনও সঠিক তথ্য থাকছে। অপরাধী এবং সন্দেহভাজনদের জন্য আলাদা রেজিস্টার থাকা প্রয়োজন। এতে তাঁদের ওপর পরবর্তীকালে নজর রাখা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা দেশজুড়ে একটি সাইবার সন্দেহভাজন রেজিস্ট্রি তৈরি করছি। এতে দেশের প্রতিটি রাজ্যের প্রশাসনের সহযোগীতা প্রয়োজন। তাঁদের প্রচেষ্টাতেই এই রেজিস্টার তৈরি হবে। ১০ সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার দেশব্যাপী I4C আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হল। এটি ৭২টি টিভি চ্যানেল, ১৯০টি রেডিও চ্যানেল এবং বেশ কয়েকটি সিনেমা হলে এই সংক্রান্ত প্রচার চালাবো। ১৯৩০ নম্বরটি আজ থেকে সক্রিয় করা হবে। প্রতিটি রাজ্য সরকারকে এই প্রচারকে কার্যকর করার জন্য অনুরোধ করা হল।