Rishi Sunak's Daughter: ভারতীয় সংস্কৃতির প্রচার! ভিডিয়োতে দেখুন কচিপুড়ি নাচছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর মেয়ে
যার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট হতেই ভাইরাল হয়েছে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা।
লন্ডন: নির্বাচনের আগেই ব্রিটেনের বুকে ভারতীয় সংস্কৃতির প্রচার করতে দেখা গেছিল ঋষি সুনককে (Rishi Sunak)। এবার তাঁর ৯ বছরের মেয়ে (Rishi Sunak's Daughter) অনুষ্কা সুনককে (Anoushka Sunak) লন্ডনের (London) একটি অনুষ্ঠানে কচিপুড়ি নৃত্য (Kuchipudi dance) পরিবেশন করতে দেখা গেল। যার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে (social media) পোস্ট হতেই ভাইরাল (viral) হয়েছে। যা দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন নেটিজেনরা।
শুক্রবার লন্ডনে আয়োজন করা হয়েছিল ব্রিটেনের অন্যতম বড় অনুষ্ঠান "রং-আন্তর্জাতিক কুচিপুড়ি নৃত্য উৎসব ২০২২" ('Rang'- International Kuchipudi Dance Festival 2022)। সেখানে ৪ থেকে ৮৫ বছর বয়স পর্যন্ত বিভিন্ন বিভাগের প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নিয়েছে। শুক্রবার এই উৎসবেই অংশ নিয়ে কচিপুড়ি নৃত্য পরিবেশন করে ব্রিটেনের প্রধানমন্ত্রী মেয়ে অনুষ্কা। আর মেয়ের এই নাচের অনুষ্ঠান দেখতে সেখানে ব্রিটেনের প্রধানমন্ত্রীর বাবা-মায়ের সঙ্গে গেছিলেন স্ত্রী অক্ষস্তা মূর্তিও (Akshata Murty)।
প্রসঙ্গত উল্লেখ্য, ব্রিটেনের ৫৭তম প্রধানমন্ত্রী ঋষি সুনক হলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি এই দায়িত্ব পেয়েছেন। ব্রিটেনের ইতিহাসে গত ২০০ বছরের মধ্যে ৪২ বছরের ঋষি হলেন সর্বকনিষ্ট প্রধানমন্ত্রী (youngest British Prime Minister)। পাশাপাশি তিনি হলেন এই আসনে বসা প্রথম হিন্দু (Hindu) যিনি নিজের ডেস্কে গণেশের মূর্তি রেখেছেন।