INDIA Alliance Maha Rally: 'ঠকদের মেলা' বলে কটাক্ষ বিজেপির, দিল্লির রামলীলা ময়দান থেকে জবাব ছুড়লেন উদ্ধব ঠাকরে

দেশবাসীকে সাবধান করে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বললেন, 'এক ব্যক্তি এবং এক ব্যক্তির সরকার দেশের জন্যে ক্ষতিকারক হয়ে উঠেছে। তাই দেশকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত সরকার গঠনের'।

Uddhav Thackeray (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ৩১ মার্চঃ দিল্লির (Delhi) রামলীলা ময়দানে (Ramlila Maidan) 'লোকতন্ত্র বাঁচাও' ডাক দিয়ে 'মহা র‍্যালি'র আয়োজন করেছে বিরোধী জোট ইন্ডিয়া (INDIA Alliance Maha Rally)। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারি থেকে শুরু করে লোকসভা ভোটের মুখে বিরোধীদের 'কণ্ঠরোধে' মোদী সরকারের একের পর এক ষড়যন্ত্রের প্রতিবাদে এদিন মহা জনসভার ডাক দিয়েছে ইন্ডিয়া জোট। একে একে জনসমাবেশে হাজির হয়েছেন জোটের শরিক দলের নেতা, মন্ত্রীরা। বক্তব্য রাখতে উঠে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) দেশবাসীকে সাবধান করে বললেন, 'এক ব্যক্তি এবং এক ব্যক্তির সরকার দেশের জন্যে ক্ষতিকারক হয়ে উঠেছে। তাই দেশকে বাঁচাতে প্রয়োজন সম্মিলিত সরকার গঠনের'।

এদিন সভামঞ্চে আপ নেতৃত্বের পাশাপাশি দেখা মিলেছে কংগ্রেসের সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তৃণমূলের রাজ্যসভা সাংসদ সাগরিকা ঘোষদের। ইন্ডিয়ার ডাকে আরও উপস্থিত হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী চম্পই সোরেন, ঝাড়খণ্ডের জেলবন্দি প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন। রামলীলা ময়দানে পৌঁছে গিয়েছেন এনসিপি প্রধান প্রবীণ শরদ পাওয়ার। এসেছেন দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়ালও। সভায় বক্তব্যও রাখার কথা রয়েছে কেজরি পত্নীর।

অরবিন্দ, হেমন্ত সোরেনদের গ্রেফতারি প্রসঙ্গ তুলে জনসাধারণের উদ্দেশ্যে ঠাকরে বললেন, 'এখানে আমরা ভোটের প্রচারের জন্যে জড়ো হইনি। প্রজাতন্ত্রের রক্ষা করতে এসেছি'। বিরোধী জোটের এই 'মহার‍্যালি'কে 'ঠকদের মেলা' বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে বিজেপি নেতৃত্বকে। সেই কটাক্ষের জবাব এই মঞ্চ থেকেই দিলেন শিবসেনা ইউবিটি নেতা। বললেন, 'একসময়ে ভাজপা সরকার যাদের বিরুদ্ধে দুর্নীতির ভুরিভুরি অভিযোগ তুলেছিল আজ তাঁদেরই ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে মুছে নিজেদের মঞ্চে দাঁড় করাছে মোদী। এমন দলের উপর কি বিশ্বাস করা যায়! আজ তাঁরা আমাদের সভাকে ঠকদের মেলা বলছে। তাহলে কি এখানে উপস্থিত সকলে ঠক! দেশবাসী ঠক'।