Road Accident: ট্রাক ও বাইকের সংঘর্ষে মৃত ২ জন, গুরুতর আহত ১ জন
সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত, গুরুতর আহত আরও এক সদস্য।
উত্তরপ্রদেশ: সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত, গুরুতর আহত আরও এক সদস্য। উত্তরপ্রদেশের মীরাপুর গ্রামের বাসিন্দা খুশবু বৃহস্পতিবার রাতে ওষুধ কিনে তাঁর মা শিবকালী এবং তাঁর ভাগ্নি সৃষ্টির সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন, সে সময় একটি ট্রাক টু-হুইলারটিকে ধাক্কা দেয়। আরও পড়ুন: Gandhinagar Accident: গান্ধীনগরে গাড়ি দুর্ঘটনায় মৃত ৫, ঘটনাস্থলের ভিডিয়ো
দুর্ঘটনায় তিনজনই রাস্তার ওপর পড়ে যন্ত্রণায় কাতরাতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে শিবকালীকে মৃত ঘোষণা করা হয়। কিছুক্ষণ পর খুশবুও মারা যায়। গুরুতর আহত সৃষ্টিকে লখনউতে রেফার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্ত চলছে।