Karnataka: প্রতারিত চাকরি প্রার্থীদের চড় মারছেন ডেপুটি পুলিশ সুপার, দেখুন ভিডিয়ো
মঙ্গলবার সকালে পুলিশের সাব-ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় প্রতারিত চাকরি প্রার্থীরা কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অরাগা জানেন্দ্রের সঙ্গে দেখা করতে এসেছিলেন। বলতে এসেছিলেন এই দুর্নীতির ফলে হওয়া তাঁদের অসুবিধার কথা। সেই সময় তাঁদের চড় মেরে সরিয়ে দিতে দেখা গেল টুমাকুরুর ডেপুটি পুলিশ সুপার পি শ্রীনিবাসকে।
টুমাকুরু (কর্নাটক): মঙ্গলবার সকালে পুলিশের সাব-ইন্সপেক্টর (police sub-inspector) নিয়োগের পরীক্ষায় প্রতারিত চাকরি প্রার্থীরা (victims of the PSI recruitment scam) কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী অরাগা জানেন্দ্রের (Home Minister Araga Jnanendra) সঙ্গে দেখা করতে এসেছিলেন। বলতে এসেছিলেন এই দুর্নীতির (scam) ফলে হওয়া তাঁদের অসুবিধার (difficulties) কথা। সেই সময় তাঁদের চড় (slapped) মেরে সরিয়ে দিতে দেখা গেল টুমাকুরুর (Tumakuru) ডেপুটি পুলিশ সুপার পি শ্রীনিবাসকে (Dy SP P Srinivas)। এই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে।
কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, পুলিশকর্মীদের সঙ্গে কথা বলছেন প্রতারিত চাকরি প্রার্থীরা। আচমকা তাঁদের মধ্যে একজন চাকরি প্রার্থীকে চড় মেরে সরিয়ে দিতে দেখা যাচ্ছে টুমাকুরু ডেপুটি পুলিশ সুপার পি শ্রীনিবাসকে। কী কারণে ওই ঘটনা ঘটেছে তা অবশ্য এখনও জানা যায়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের অক্টোবর মাসে কর্নাটক পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপরই তদন্তে নেমে সিআইডি (CID) এখনও পর্যন্ত মোট ১০২ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে মূলচক্রী আর ডি প্যাটেল ও পুলিশ আধিকারিকরা ছাড়া ৫২ জন প্রার্থীও আছে।