Tirupati Laddoo SC: তিরুপতি মন্দিরের লাড্ডু বিতর্ক পৌঁছল সুপ্রিম কোর্টে

তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে গরুর চর্বি ও মাছের তেল ব্যবহার হয়!

Tirupati (Photo Credit: X)

নয়াদিল্লি: তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু (Laddoo) ঘিরে বিতর্ক সুপ্রিম কোর্টে (Supreme Court) পৌঁছল। ধর্মীয় অধিকার রক্ষার দাবি জানিয়ে শীর্ষ আদালতে পিটিশন ফাইল করেছেন এক আইনজীবী। আদালতে মামলাকারীদের আবেদন, প্রসাদে পশুর চর্বির উপস্থিতি মন্দির প্রশাসনের সবচেয়ে বড় ত্রুটি। হিন্দু ধর্মের পবিত্রতা যেন রক্ষা করা হয়। পিটিশনে মামলাকারীদের অভিযোগ, হিন্দু ধর্মীয় রীতিনীতি লঙ্ঘন করা হয়েছে। প্রসাদকে একটি পবিত্র আশীর্বাদ মনে করেন এমন অসংখ্য ভক্ত অনুভূতিতে আঘাত পেয়েছেন। তিনি হিন্দু ধর্মীয় রীতিগুলির পবিত্রতা রক্ষা করার আহ্বান জানিয়েছে।

অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ওয়াইএসআর কংগ্রেসের শাসনকালে লাড্ডুতে পশুর চর্বি ব্যবহার করা হত বলে দাবি করেন। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায়। লাড্ডু পরীক্ষা করতে পাঠানো হয় ল্যাবরেটারিতে। রিপোর্টে দেখা যায়, সত্যিই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে ব্যবহৃত হচ্ছে গরুর চর্বি ও মাছের তেল।



@endif