Manipur Violence: মণিপুরে ফের উত্তেজনা, নতুন করে মৃত্যু ৩ জনের
মণিপুর প্রসঙ্গে এবার রাষ্ট্রপতির দারস্ত হয়েছে বিরোধী জোট। সে রাজ্যের অশান্তি থামাতে যাতে তিনি হস্তক্ষেপ করেন, সেই অনুরোধ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে একটি স্মরকলিপি জমা দিয়েছেন 'ইন্ডিয়া' জোট।
মণিপুরের (Manipur) আবারও নতুন করে অশান্তির আঁচ। হিংসা বিধ্বস্ত উত্তর পূর্বের রাজ্যটিতে বিদ্বেষ থামার কোন নামই নেই যেন। শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর জেলায় ফের নতুন করে উত্তেজনা ছড়ায় (Manipur Violence)। জানা যাচ্ছে, তাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এদিন ইম্ফল পশ্চিম জেলায় জনতার সঙ্গে সংঘর্ষে ফের এক পুলিশ অফিসারেরও মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে। গত ৩ অগাস্ট ছিল মণিপুরে গণকবর অভিযান। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অনুরোধে পিছিয়ে গেল মণিপুরে গণকবরের পরিকল্পনা। আপাতত স্থগিত রাখা হয়েছে তা। গণকবরের জন্য ইতিমধ্যেই মণিপুরের চূড়াচাঁদপুর এবং বিষ্ণুপুর এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
দিন কয়েক আগেই অগ্নিগর্ভ মণিপুরের (Manipur Violence) পরিস্থিতি খতিয়ে দেখতে বিরোধী জোট 'ইন্ডিয়া'র ২১ জনের একটি প্রতিনিধি দল ঘুরে গিয়েছেন (I.N.D.I.A Visit Manipur)। রাজ্যের বিভিন্ন ত্রান শিবর গুলোতে গিয়ে শরণার্থীদের সঙ্গে কথা বলেছেন। মণিপুর প্রসঙ্গে এবার রাষ্ট্রপতির দারস্ত হয়েছে বিরোধী জোট। সে রাজ্যের অশান্তি থামাতে যাতে তিনি হস্তক্ষেপ করেন, সেই অনুরোধ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (President Droupadi Murmu) কাছে একটি স্মরকলিপি জমা দিয়েছেন 'ইন্ডিয়া' জোট। এছাড়াও সংসদে যেন প্রধানমন্ত্রী মণিপুর নিয়ে বিবৃতি দেন সেই আবেদনও জানানো হয়েছে বিরোধী জোটের তরফে।