Mumbai to Kolkata Flight: সাইক্লোনের কারণে বিমানের টিকিট বাতিল, সাংবাদিকের সহৃদয়তায় ১ জুন রাজ্যে ফিরছেন ৩ পরিযায়ী শ্রমিক

লকডাউনের জেরে আগেই গিয়েছে কাজ। এতদিন টানা আটকে থাকার পর এবার বাড়ি ফেরার সুযোগ মিলেছে। তবে হাতেটাকা নেই। বিশেষ ট্রেনে ফেরার টিকিট পানননি। তাই বাড়িতে খবর দিয়েছিলেন মুম্বইয়ে আটকে পড়া পশ্চিমবঙ্গের তিন শ্রমিক। ছাগল বিক্রি করে তাঁদের কাছে টাকা পাঠানো হলে সেই টাকায় বিমানে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তিনজনে। সেইমতো টিকিটও কাটা হয়। কিন্তু বিধি বাম, মুম্বই থেকে কলকাতায় (Mumbai to Kolkata) বিমান চলাচল আপাতত বাতিল হওয়ায় মহা বিপদে পড়েন তিনজন। এক সাংবাদিকের সৌজন্যে বিষয়টি প্রকাশ্যে। টুইটে ওই সাংবাদিক বিষয়টি বিমান সংস্থা ইন্ডিগোর নজরে আনলে আগামী ১ জুন কলকাতা তাঁদের কলকাতায় ফেরার বন্দোবস্ত হয়।

সেই টিকিট ও শ্রমিকদের একজন (Photo Credits: Twitter)

মুম্বই, ২৭ মে: লকডাউনের জেরে আগেই গিয়েছে কাজ। এতদিন টানা আটকে থাকার পর এবার বাড়ি ফেরার সুযোগ মিলেছে। তবে হাতেটাকা নেই। বিশেষ ট্রেনে ফেরার টিকিট পানননি। তাই বাড়িতে খবর দিয়েছিলেন মুম্বইয়ে আটকে পড়া পশ্চিমবঙ্গের তিন শ্রমিক। ছাগল বিক্রি করে তাঁদের কাছে টাকা পাঠানো হলে সেই টাকায় বিমানে কলকাতা ফেরার সিদ্ধান্ত নেন তিনজনে। সেইমতো টিকিটও কাটা হয়। কিন্তু বিধি বাম, মুম্বই থেকে কলকাতায় (Mumbai to Kolkata) বিমান চলাচল আপাতত বাতিল হওয়ায় মহা বিপদে পড়েন তিনজন। এক সাংবাদিকের সৌজন্যে বিষয়টি প্রকাশ্যে। টুইটে ওই সাংবাদিক বিষয়টি বিমান সংস্থা ইন্ডিগোর নজরে আনলে আগামী ১ জুন কলকাতা তাঁদের কলকাতায় ফেরার বন্দোবস্ত হয়।

এরপরেই পাল্টা টুইট অসমারিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরী জানান, সমস্যা মিটেছে। মুম্বই থেকে কলকাতায় বিমান চলাচল স্বাভাবিক হচ্ছে। আগামী ১ তারিখে তিন শ্রমিক বিমান কলকাতায় ফিরতে পারবেন। জানা গিয়েছে ছাগল বিক্রির টাকায় বিমানের টিকিট কেটেছিলেন তিনজন। বিমান বাতিল হওয়ার পর বলা হয়. তাঁরা টাকা ফেরত পাবেন না। এরপরই তিন শ্রমিকের বক্তব্যের ভিডিওটি টুইটারে পোস্ট করেন এক সহৃদয় সাংবাদিক। বিষয়টিতে মধ্যস্থতা করে বিমান সংস্থা ইন্ডিগো এবং সহযোগিতার আশ্বাসও দেয়। তাদের তরফে জানানো হয়, ওই তিন যাত্রীকে কলকাতা গামী পরবর্তী বিমানে জায়গা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। নাহলে টাকা ফিরিয়ে দেওয়া হবে।  আরও পড়ুন-ICMR Removes Price Cap: কোভিড টেস্ট কিটের দাম আলোচনা করে ঠিক করুন, প্রাইস ট্যাগ তুলে নিয়ে রাজ্যগুলিকে পরামর্শ আইসিএমআর-এর

ওই তিন পরিযায়ী শ্রমিক সবমিলিয়ে মুম্বই থেকে কলকাতা ফিরতে ৩০ হাজার ৬০০ টাকায় তিনটে বিমান টিকিট কেনেন। গত ২৫ মে তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। বিমান বাতিল হওয়ায় তখন আর রাজ্যে ফিরতে পারেননি তাঁরা। মূলত আম্ফান ঘূর্মইঝড়ের কারণেই রাজ্যের বিমান পরিষেবা আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে সচল হবে দমদম বিমানবন্দর। বিমান ওঠানামাও শুরু হবে ওই দিন থেকে। এরপর ১ জুন বাংলার তিন শ্রমিক কলকাতাগামী বিমানে চড়ে রাজ্যে ফিরবেন।

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now