Uttarakhand Accident: রুদ্রপ্রয়াগে বড়সড় দুর্ঘটনা, যাত্রী বোঝাই টেম্পো গড়িয়ে পড়ল খাদে, মৃত ১০
শনিবার ২৩ জন যাত্রী নিয়ে ওই টেম্পো ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে থেকে অলকানন্দা নদীর কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ।
Uttarakhand Accident: উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগে (Rudraprayag) টেম্পো গাড়ি উলটে খাদে পড়ে ১০ জন তীর্থযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। শনিবার ২৩ জন যাত্রী নিয়ে ওই টেম্পো ঋষিকেশ-বদ্রীনাথ হাইওয়ে থেকে অলকানন্দা নদীর কাছে একটি গভীর খাদে গড়িয়ে পড়ে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে পৌঁছয় পুলিশ বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রুদ্রপ্রয়াগের এসপি বিশাখা অশোক ভাদানে জানাচ্ছেন, টেম্পোটিতে মোট ২৩ জন যাত্রী ছিল। তাঁদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন তিনি। এখনও অব্যাহত উদ্ধার কাজ। প্রাথমিক ভাবে ৮ জনের মৃত্যুর তথ্য মিললেও পড়ে তা বেড়ে দশে দাঁড়িয়েছে।
বদ্রীনাথে দুর্ঘটনা...
রুদ্রপ্রয়াগের দুর্ঘটনায় শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি (Uttarakhand CM Pushkar Singh Dhami) এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে লেখেন, ' রুদ্রপ্রয়াগ জেলায় টেম্পো ট্রাভেলারের দুর্ঘটনার খবর অত্যন্ত বেদনাদায়ক। স্থানীয় প্রশাসন এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। জেলা প্রশাসনকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে'।
মুখ্যমন্ত্রী ধামির টুইট...
এই কঠিন সময়ে স্বজনহারাদের শক্তি প্রদানের জন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বাবা কেদারের কাছে প্রার্থনা করবেন বলেও জানিয়েছেন ধামি।