IPL Auction 2025 Live

Telangana: বিশ্ব জয় করে দেশে আর আর আর ছবির অভিনেতা ও কলাকুশলীরা, উচ্ছ্বাস ও আবেগে জুনিয়র এনটিআর ধন্যবাদ জানালেন দেশকে (দেখুন ভিডিও)

নাটু নাটু মৌলিক গান হিসাবে পুরস্কার পেলেও এই গানটির কোরিওগ্রাফি আসমুদ্রহিমাচল ছাড়িয়ে এখন সারা বিশ্বে সমাদৃত। অস্কারের আসর থেকে দেশে ফিরেছেন নাটু নাটু গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিতও

NTR Junior Return Photo Credit: Twitter@ANI

বিশ্ব জয় করে দেশে ফিরলেন অস্কার জয়ী আর আর আর ছবির অভিনেতা জুনিয়র এনটিআর। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই তাঁকে ঘিরে ধরেন  সংবাদ মাধ্যম থেকে শুরু করে অনুরাগীদের একাংশ। পুরস্কার পাওয়া নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন-

এম এম কিরাভানি এবং চন্দ্রবোসকে অস্কারের মঞ্চে অস্কার  পুরস্কার গ্রহণ করতে দেখাটা  ছিল সেরা মুহূর্ত। আমি আরআরআর নিয়ে খুব গর্বিত বোধ করি। আরআরআর (RRR)কে উৎসাহিত করার জন্য আমি প্রত্যেক ভারতীয়কে ধন্যবাদ জানাতে চাই, এই পুরস্কার (অস্কার) যেটি আমরা জিতেছি তা শুধুমাত্র দর্শক ও চলচ্চিত্র শিল্পের ভালবাসায় সম্ভব হয়েছে। 

 

নাটু নাটু মৌলিক গান হিসাবে পুরস্কার পেলেও এই গানটির কোরিওগ্রাফি আসমুদ্রহিমাচল ছাড়িয়ে এখন সারা বিশ্বে সমাদৃত। অস্কারের আসর থেকে দেশে ফিরেছেন নাটু নাটু গানের কোরিওগ্রাফার প্রেম রক্ষিতও। তাঁকে বিমানবন্দরে প্রশ্ন করা হলে তিনি তার অনুভূতিতে জানান-

এম এম কিরাভানি স্যার এবং চন্দ্রবোস স্যার অস্কার জেতার পর মঞ্চ থেকে নেমে এসে  কিরাভানি স্যার আমাকে জড়িয়ে ধরেছিলেন, সেই মুহুর্তে আমি কতটা আশীর্বাদ অনুভব করেছি তা বলে বোঝাতে পারব না। আর আর আর  এবং 'নাটু নাটু' কে এত ভালবাসার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই।