Telangana Road Accident: দিদিকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে আর ফেরা হল না ভাইয়ের, মর্মান্তিক পরিণতি ৩ বছরের খুদের

দিদির সঙ্গে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বাসস্টপে এসেছিল ওই খুদে। দিদির স্কুল বাসের ধাক্কাতেই মর্মান্তিক হয় মৃত্যু ভাইয়ের।

প্রতীকী ছবি (Photo Credits: PTI)

রাঙ্গারেড্ডি, ৩ নভেম্বরঃ দিদিকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে বেঘোরে মৃত্যু ভাইয়ের। বৃহস্পতিবার সকালে স্কুল বাসের চাকার তলায় পিষে প্রাণ হারিয়েছে বছর তিনেকের একরত্তি ছেলে। তেলঙ্গানা রাঙ্গারেড্ডি কুন্তলুর হায়াথনগরের ঘটনায় এলাকায় কান্নার রোল উঠেছে। স্কুল বাসের ধাক্কায় মৃত্যু হয়েছে খুদে পবন হর্ষ কুমারের।

আরও পড়ুনঃ গাজিয়াবাদের আবাসিক সোসাইটিতে আগুন, ব্যালকনি থেকে গলগল করে বের হচ্ছে কালো ধোঁয়া

এক পুলিশ আধিকারিক ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, দিদির সঙ্গে এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ বাসস্টপে এসেছিল ওই খুদে। দিদির স্কুল বাসের ধাক্কাতেই মর্মান্তিক হয় মৃত্যু ভাইয়ের। দিদি স্কুল বাসে উঠে যাওয়ার পরেও বাসের পাশেই দাঁড়িয়েছিল সে। চালক হঠাৎই বাস চালিয়ে দেন। আর সঙ্গে সঙ্গে ধাক্কা লেগে বাসের চাকার তলায় চলে যায় একরত্তি পবন। স্কুল বাসের চাকার তলায় পিষে মৃত্যু খুদের।

মৃতের পরিবারের তরফে দুর্ঘটনার এখনও কোন অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন হায়াথনগর থানার সাব ইনস্পেক্টর। তবে দুর্ঘটনার তদন্ত করছে পুলিশ।



@endif