Kangana’s Emergency: শিখদের রোষের মুখে পর্দার কঙ্গনা, 'Emergency' নিষিদ্ধ হতে চলেছে!
কঙ্গনা রানাউতের আসন্ন সিনেমা 'ইমার্জেন্সি' শিখ সম্প্রদায়ের রোষে মুখে কেন পড়ল?
নয়াদিল্লি: প্রেক্ষাগৃহে মুক্তির আগেই কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) আসন্ন সিনেমা 'ইমার্জেন্সি' (Emergency) বিতর্কের মুখে পড়েছে। শিখ সম্প্রদায় (Sikh Community) এই সিনেমাটি নিয়ে আপত্তি প্রকাশ করেছে। তাঁরা তাঁদের অনুভূতিতে আঘাত করার অভিযোগ করে ছবিটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।
পাঞ্জাবেও 'ইমার্জেন্সি' ছবিটির অনেক বিরোধিতা হয়েছিল, এবার তেলেঙ্গানায় শিখ সংগঠনগুলো ব্যপক বিরোধিতা করেছে। কঙ্গনা রানাউতের আসন্ন ছবি 'ইমার্জেন্সি' নিয়ে শিখ সংগঠনগুলি অভিযোগ করেছে যে ছবিতে শিখদের এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা অসম্মানজনক। পাশাপাশি ঐতিহাসিক ঘটনাগুলিকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁরা।
কঙ্গনার ছবি 'ইমার্জেন্সি' সিলভার স্ক্রিনে আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভারতের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন ও সময়ের উপর ভিত্তি করে নির্মিত এই ছবিটিতে কঙ্গনাকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অনুপম খের, মহিমা চৌধুরী, শ্রেয়াস তালপাড়ে এবং মিলিন্দ সোমান সহ অনেক অভিনেতা।