Spiritual leader 'Buddha Boy' Arrested: ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার নেপালের আধ্যাত্মিক 'বুদ্ধ বালক'

৩৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম রাম বাহাদুর বমজন (Ram Bahadur Bomjon)। নেপালের মানুষ তাঁকে বুদ্ধের অবতার বলে মনে করেন।

Ram Bahadur Bomjon Arrested (Photo Credit: X)

নয়াদিল্লি: নেপালের 'বুদ্ধ বালক' (Buddha Boy)-কে ধর্ষণে ও যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। নেপাল পুলিশ সূত্রে খবর, ৩৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তির নাম রাম বাহাদুর বমজন (Ram Bahadur Bomjon)। নেপালের মানুষ তাঁকে বুদ্ধের অবতার বলে মনে করেন। নেপালে মানুষ তাঁকে বুদ্ধ বালক বলে ডাকেন। তাঁর বিরুদ্ধে মহিলা শিষ্যদের ধর্ষণ ও যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করার পরে ২০২০ সালের শুরু থেকে তিনি পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে , অভিযুক্ত ১৬ বছর বয়সে  জঙ্গলের গভীরে জল-খাবার না খেয়ে নাকি মাসের পর মাস ধ্যান করতেন।  তাঁর অলৌকিক ধ্যানের সাক্ষী হতে হাজার হাজার মানুষ জড় হতেন। সেই থেকেই ভক্তদের কাছে সে 'বুদ্ধ বালক' হয়ে ওঠে। আরও পড়ুন: Nawab Malik: জামিনের মেয়াদ বাড়ল মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিকের (দেখুন পোস্ট)

নেপাল পুলিশের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিআইবি) জানিয়েছে, গত মঙ্গলবার (৯ জানুয়ারি) ৩৩ বছর বয়সী রাম বাহাদুর বোমজনকে গ্রেফতার করেছে। অভিযুক্ত রাম বাহাদুর বমজন কাঠমান্ডুর একটি বাড়িতে লুকিয়ে ছিলেন।