Justice Kailash Prasad Passes Away: ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি কৈলাশ প্রসাদের অকাল মৃত্যু
ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি কৈলাশ প্রসাদের আজ অকাল মৃত্যু হয়েছে।
রাঁচি: ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি কৈলাশ প্রসাদের আজ অকাল মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫.২০ মিনিটে রাঁচির মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বিচারপতি কৈলাশ প্রসাদকে (Justice Kailash Prasad) শ্রদ্ধা জানানোর জন্য মৃতদেহ তাঁর বাসভবনে রাখা হয়েছে। বিকেল ৩টা নাগাদ তাঁর বাসভবন থেকে ঝাড়খণ্ড হাইকোর্ট (Jharkhand High Court) প্রাঙ্গণে তাঁর মৃতদেহ আনা হবে। এরপর বিকেল ৪টায় হাইকোর্ট থেকে মিছিল করে মুক্তিধামের উদ্দেশ্যে রওনা হবে। বিকেল ৪.১৫ মিনিটে তাঁকে শেষ বিদায় জানানো হবে।
দেখুন
বিচারপতি কৈলাশের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অ্যাডভোকেট ধীরজ কুমার। তিনি বলেন, বিচারপতি কৈলাশের অকাল মৃত্যু সকল আইনজীবী ও বেঞ্চের জন্য এক অপূরণীয় ক্ষতি, যা অদূর ভবিষ্যতে পূরণ করা সম্ভব হবে না।