Anant and Radhika Pre-Wedding: জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে চর্চিত প্রেমিককে নিয়ে হাজির শ্রদ্ধা কাপুর

গত বছর থেকেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন তুঙ্গে উঠেছে। প্রায়শই একসঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন দুজনে।

Shraddha Kapoor with Rumoured Boyfriend Rahul Mody (Photo Credits: Instagram)

গুজরাটের (Gujarat) জামনগরে (Jamnagar) অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant and Radhika Pre-Wedding) প্রাক বিবাহের অনুষ্ঠানের জন্যে বলিউড ইন্ডাস্ট্রি থেকে ঝাঁকে ঝাঁকে তারকারা পৌঁছে গিয়েছেন অনুষ্ঠানস্থলে। দেখা মিলেছে অভিনেত্রী শ্রদ্ধা কাপুরেরও (Shraddha Kapoor)। তবে নায়িকা এদিন একা আসেননি। তাঁর সঙ্গে দেখা গিয়েছে চর্চিত প্রেমিক তথা চিত্রনাট্যকার রাহুল মোদীকে। গত বছর থেকেই রাহুলের সঙ্গে শ্রদ্ধার প্রেমের গুঞ্জন তুঙ্গে উঠেছে। প্রায়শই একসঙ্গে পাপারাৎজির ক্যামেরাবন্দি হন দুজনে। তবে কি আম্বানিদের অনুষ্ঠানে প্রেমিককে সঙ্গে নিয়ে গিয়ে সম্পর্কে সিলমোহর দিলেন নায়িকা।

আরও পড়ুনঃ চার ছেলে-মেয়েকে নিয়ে জামনগর উড়লেন সইফ, সঙ্গে স্ত্রী করিনাও

দেখুন... 

 

View this post on Instagram

 

A post shared by Pinkvilla (@pinkvilla)



@endif