Seema Haider Bollywood Debut: ঘরছুট পাক গৃহবধূ থেকে বলিউড অভিনেত্রী, বড় পর্দায় নিজের গল্প বলবে সীমা

'করাচি টু নয়ডা' ছবিতে বিবাহিত সীমা এবং সচিনের প্রেম কাহিনী, তাঁর সংসার ত্যাগ, কীভাবে তিনি পাকিস্তান থেকে ভারতে এসেছেন সমস্ত কিছুই তুলে ধরা হবে বলে জানান প্রযোজক অমিত জানি।

Seema Haider (Photo Credits: ANI)

নয়া দিল্লি, ১৩ অগাস্টঃ প্রেমের টানে বেআইনি পথে পাকিস্তান থেকে ভারতে এসেছিলেন পাক গৃহবধূ সীমা হায়দার (Seema Haider)। এই গল্প অনায়াসে টেক্কা দেবে বলিউড ছবিকেও। তাই এবার সীমার গল্প পর্দায় তুলে ধরতে চলেছেন এক বলিউড প্রযোজক। সেই ছবিতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন সীমা, এমনটাই জানা যাচ্ছে। এক ধাক্কায় ঘরছুট পাক গৃহবধূ থেকে বলিউড অভিনেত্রী। ইতিমধ্যেই নির্ধারণ হয়ে গিয়েছে ছবির নামও। শুরু হয়েছে শুটিং। 'করাচি টু নয়ডা' (Karachi to Noida) ছবিতে বিবাহিত সীমা এবং সচিনের প্রেম কাহিনী (Seema Haider Love Story), তাঁর সংসার ত্যাগ, কীভাবে তিনি পাকিস্তান থেকে ভারতে এসেছেন সমস্ত কিছুই তুলে ধরা হবে বলে জানান প্রযোজক অমিত জানি।

নেপাল হয়ে অবৈধ ভাবে দেশে প্রবেশ করেছিলেন সীমা হায়দার। উত্তরপ্রদেশের সচিন মীনার প্রেমের টানে সংসার ছেড়ে চার সন্তান নিয়ে পালিয়ে এসেছিলেন তিনি। গ্রেফতার হয়েছিলেন সীমা। শুধু তাই নয় সীমাকে পাক গুপ্তচর হিসাবেই সন্দেহ করা হচ্ছে। তবে সীমা কোন পাক গুপ্তচর নাকি কেবলই এক গৃহবধূ সেই প্রশ্নের জবাব এখনও অস্পষ্ট। তবে জামিনে জেল থেকে মুক্তি পেয়েছেন।

মাঝে শোনা গিয়েছিল অর্থিক সমস্যার মধ্যে পড়েছেন সীমা এবং সচিন। ঠিক মত জুটছে না খাবার। তাঁদের পরিবারের অর্থকষ্ট কিছুটা লঘু প্রযোজক তাঁর ছবিতে অভিনের প্রস্তাব দিয়েছেন সীমাকে (Seema Haider Bollywood Debut)। পাক গৃহবধূর চরিত্রটি পর্দায় আরও স্পষ্ট করতে প্রযোজক ডেকে পাঠিয়েছিলেন সীমার প্রাক্তন স্বামী গুলাম হায়দারকে। কিন্তু তিনি এই মুহূর্তে সৌদি আরবে থাকায় প্রযোজকের ডাকে সাড়া দিতে পারেননি।

করোনা অতিমারি সময়ে পাবজি (PUBG) খেলতে গিয়ে সীমার সঙ্গে পরিচয় নয়ডা নিবাসী সচিন মীনার। সেই থেকেই দুজনের প্রেমালাপ। জানিয়েছেন, বিয়েও করেছেন দুজনে। সেই গল্পই এবার 'করাচি টু নয়ডা'র হাত ধরে বড় পর্দায় দেখা যাবে।



@endif