Kerala: গাঁজা ধরাতে আবগারি দফতরের আধিকারিকের কাছে আগুন চাইল স্কুল ছাত্র! মামলা দায়ের

গাঁজা ধরাতে ভুল করে আবগারি দফতরের অফিসে প্রবেশ করে এক আধিকারিকের কাছ থেকে আগুন চেয়ে বসে স্কুল শিক্ষার্থীরা।

marijuana (Photo Credit: Pixabay)

নয়াদিল্লি: কেরলে একটি চমকপ্রদ ঘটনা সামনে এসেছে। স্কুলে শিক্ষার্থীরা (School Student) গাঁজা ধরাতে আগুন খুঁজতে খুঁজতে ভুল করে আবগারি দফতরের অফিসে পৌঁছে যান। দফতরের আধিকারিকের কাছে গাঁজা (Ganja) ধরাতে চেয়ে আগুন চেয়ে বসেন। আবগারি দফতরের আধিকারিকরা এই কথা শুনে অবাক হয়ে যান। তবে বিষয়টি শিক্ষার্থীরা বুঝে ওঠার আগের অফিসাররা তাদের ধরে ফেলেন।

সূত্রে খবর, স্কুল ছাত্ররা একটি স্কুল সফরে গিয়েছিল। সেখানে হোটেলে রাতের খাবার পর সবার চোখ এড়িয়ে গাঁজা জ্বালানোর জন্য আগুন খুঁজতে শুরু করে, কিন্তু আগুন না পেয়ে তারা ভুল করে আবগারি দফতরের অফিসে প্রবেশ করে এক আধিকারিকের কাছ থেকে ম্যাচিস চেয়ে বসে। আধিকারিকরা তখনই উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্রদের হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে নিষিদ্ধ পদার্থ যেমন গাঁজা, হাশিস তেল এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেন। এক আধিকারিকরা জানিয়েছেন, নিষিদ্ধ পদার্থ রাখার অভিযোগে দুই নাবালক ছাত্রের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।