IPL Auction 2025 Live

Russia-Ukraine War: ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, মৃত কমপক্ষে ১৭

ইউক্রেনে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করল রাশিয়া। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

জাপোরিঝঝিয়া (Zaporizhzhia): ইউক্রেনে (Ukraine) ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কমপক্ষে ১৭ জনকে হত্যা করল রাশিয়া (Russia)। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ইউক্রেনের শিল্পাঞ্চল (industrial town) এলাকা জাপোরিঝঝিয়ায় (Zaporizhzhia)।

ইউক্রেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার থেকেই লাগাতার ক্ষেপণাস্ত্র (missiles) হামলা করছে রাশিয়া। এর ফলে শনিবার পর্যন্ত ওই এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে শিশুও রয়েছে। শহরের কেন্দ্রস্থলে যেখানে জনবসতি বেশি রয়েছে সেখানেই সাতটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে রাশিয়ার সেনাবাহিনী। যার মধ্যে তিনটি একদম শহরের মাঝখানে এসে পড়ে।

এই ঘটনার তীব্র নিন্দা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ইচ্ছাকৃতভাবে জাপোরিঝঝিয়া শহরকে লক্ষ্য করে বারবার ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। এর ফলে প্রাণ হারাচ্ছেন নিরীহ ও সাধারণ মানুষ। গত সপ্তাহেও একটি যাত্রীবোঝাই গাড়িতে হামলা চালিয়ে কমপক্ষে ৩০ জনকে হত্যা করে রাশিয়ান সেনা।