Russia-Ukraine Conflict:'রাশিয়া-ইউক্রেনের সংঘাত বন্ধে ভারত ও চীন ভূমিকা রাখতে পারে' বললেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানি
গতকাল উত্তর ইটালির চারনোবিওতে আম্ব্রোসেত্তি ফোরামের বৈঠকের ফাঁকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকির সঙ্গে সাক্ষাতের পর ইটালির প্রধানমন্ত্রী একথা জানান। দুই নেতার মধ্যে বৈঠকে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি এবংআসন্ন শীতে ইউক্রেনের প্রয়োজনের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।
তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসেই জুলাই মাসে রাশিয়া সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। তারপরে গত অগস্টে নরেন্দ্র মোদী পৌঁছন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে। রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধের মাঝে এই দুই দেশে মোদীর সফর কূটনৈতিক স্তরে যে গুরুত্বপূর্ণ ছিল তা সম্প্রতি বোঝা গেছে, কারণ মোদীর রুশ সফরের একমাস পেরিয়ে কিছুদিন কাটতে না কাটতেই রাশিয়ার প্রেসিেডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছিলেন, ইউক্রেন-রুশ যুদ্ধে মধ্যস্থতার কথা বলতে পারে ভারত, চিন, ব্রাজিল।এবার সেই একই সুর শোনা গেল ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলানির(Giorgia Meloni) মুখে। তিনি বলেন -bo। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এ ব্যাপারে ভারতের প্রচেষ্টার কথা উল্লেখ করার দু দিনের মাথায় ইটালির প্রধানমন্ত্রী মেলোনির এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
গতকাল উত্তর ইটালির চারনোবিওতে আম্ব্রোসেত্তি ফোরামের বৈঠকের ফাঁকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেন্সকির সঙ্গে সাক্ষাতের পর ইটালির প্রধানমন্ত্রী একথা জানান। দুই নেতার মধ্যে বৈঠকে সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতি এবংআসন্ন শীতে ইউক্রেনের প্রয়োজনের বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে।