Ropeway Accident Rescue Operation: দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় সকাল থেকে উদ্ধার ১০ জন, এখনও ৫ জনের আটকে থাকার সম্ভাবনা (দেখুন ভিডিও এবং ছবি)
ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় (Ropeway Accident Rescue Operation) এদিন সকালে উদ্ধারকাজে নামে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ। তারপরেই আটকে থাকা ১০ জনকে উদ্ধার করা গিয়েছে।
দেওঘর, ১২ এপ্রিল: ঝাড়খণ্ডের দেওঘরে রোপওয়ে দুর্ঘটনায় (Ropeway Accident Rescue Operation) এদিন সকালে উদ্ধারকাজে নামে ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ। তারপরেই আটকে থাকা ১০ জনকে উদ্ধার করা গিয়েছে। এঁদের মধ্যে পাঁচজন পুরুষ, তিনজন নারী ও ২ জন শিশু। কেবলকারে এখনও ৩ থেকে ৫ জন আটকে পড়ে আছেন বলে মনে করা হচ্ছে। তাঁদেরও যাতে দ্রুত উদ্ধার করা যায়, তার চেষ্টা চলছে।
দেখুন উদ্ধারের ভিডিও
এদিকে উদ্ধার কাজের দায়িত্বে থাকা অশ্বিনী নায়ার জানিয়েছেন, আজ বিকেলের মধ্যে আটকে থাকা বাকিদের উদ্ধার করাই প্রধান লক্ষ্য। কেবলকার থেকে উদ্ধার হওয়া ধর্মেন্দ্র জানালেন, "তিনদিন ধরে রোপওয়েতে আটকে ছিলাম। উদ্ধার হওয়ার পর ভালো লাগছে। "
পড়ুন টুইট