RBI Governor: বিশ্বজুড়ে ভারতকে প্রভাব বিস্তার করার বড় সুযোগ দিয়েছে জি২০ প্রেসিডেন্সি, বলছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর
শক্তিকান্ত দাস আরও বলেন, ভারত জি২০ প্রেসিডেন্সি দায়িত্ব পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের মনে অনেক আশা তৈরি হয়েছে। তারা মনে করছে বিভিন্ন ক্ষেত্রে ভারত একটি বড় দায়িত্ব পালন করবে।
নয়াদিল্লি: জি২০ প্রেসিডেন্সি (G20 presidency) ভারতকে (India) বিশ্বজুড়ে (World) প্রভাব বিস্তার করার একটা বড় সুযোগ (big opportunity) দিয়েছে। বুধবার একটি সাংবাদিক বৈঠকে এই মন্তব্যই করলেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর (RBI Governor) শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। পাশাপাশি তিনি আরও জানালেন অর্থনৈতিক বিষয়ে (finance track) আলোচনা (discussions) করার জন্য ভারতের সরকার ইতিমধ্যেই আলাদা ভাবে একটি ব্যবস্থা করেছে।
এপ্রসঙ্গে তিনি জানান, "বিশ্বজুড়ে প্রভাব বিস্তার করার জন্য জি২০ প্রেসিডেন্সি ভারতকে একটি বড় সুযোগ দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত আলোচনার সময় আমরাও অংশগ্রহণ করব। কেন্দ্রীয় সরকারের তরফে ইতিমধ্যেই অর্থনৈতিক বিষয়ে (finance আলোচনা করার জন্য আলাদা ভাবে (separately) একটি বিভাগ তৈরি করেছে।"
ভারতের জি২০ প্রেসিডেন্সির দায়িত্ব গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলে উল্লেখ করে শক্তিকান্ত দাস আরও বলেন, ভারত জি২০ প্রেসিডেন্সি দায়িত্ব পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশের (many countries মনে অনেক আশা (expectation) তৈরি হয়েছে। তারা মনে করছে বিভিন্ন ক্ষেত্রে ভারত একটি বড় দায়িত্ব (larger role) পালন করবে। সেই বিষয় নিয়ে ভারতের মুখের দিয়েই তাকিয়ে রয়েছে তারা। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হল ইনোভেশন অফ ফাইনটেক ( innovations in fintech) ও বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল পেমেন্টের (digital payments) মাধ্যমে টাকা লেনদেনের ব্যবস্থা-সহ একাধিক বিষয় ((several other areas)।।
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)