Kiran Maheshwari: ফের করোনার কোপ, প্রয়াত রাজস্থানের বিজেপি নেত্রী কিরণ মাহেশ্বরী
সোমবার প্রয়াত হলেন রাজস্থানের বিজেপি নেত্রী কিরণ মাহেশ্বরী (Kiran Maheswari)। করোনা আক্রান্ত তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সেখানেই রাজসামন্দের বিজেপি বিধায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষকৃত্যের জন্য বিজেপি নেত্রীর মরদেহ আজ উদয়পুরে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, ২১ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিরণ মাহেশ্বরী।
রাজস্থান,৩০ নভেম্বর: সোমবার প্রয়াত হলেন রাজস্থানের বিজেপি নেত্রী কিরণ মাহেশ্বরী (Kiran Maheswari)। করোনা আক্রান্ত তিনি গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এদিন সেখানেই রাজসামন্দের বিজেপি বিধায়ক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শেষকৃত্যের জন্য বিজেপি নেত্রীর মরদেহ আজ উদয়পুরে নিয়ে যাওয়া হবে। জানা গিয়েছে, ২১ দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিরণ মাহেশ্বরী। সেখানে মৃত্যুর সঙ্গে রীতিমতো লড়াই করছিলেন কিরণ মাহেশ্বরী। শেষমেশ লড়াই সাঙ্গ হল, চলে গেলেন এই বিজেপি নেত্রী। মাহেশ্বরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা। চলতি মাসের গোড়াতেই করোনা কেড়েছে আলমোড়ার সল্ট কেন্দ্রের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং জীনার প্রাণ।