Rajasthan Shocker: বর বদলাবদলিতে রাজি না হওয়ার জের, বিকৃতকামের শিকার মহিলা

বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীকে শারিরীক সম্পর্ক (Wife-Swapping) করার প্রস্তাব দিয়েছিল এক ব্যক্তি। কিন্তু, তাতে রাজি হননি ওই মহিলা।

ছবিটি প্রতীকী (Photo Credits: PTI)

জয়পুর: বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীকে শারিরীক সম্পর্ক (Wife-Swapping) করার প্রস্তাব দিয়েছিল এক ব্যক্তি। কিন্তু, তাতে রাজি হননি ওই মহিলা। এর জেরে তাঁকে বেধড়ক মারধর করার পাশাপাশি বিকৃতকামের (Unnatural Sex) শিকারও হতে হয় বলে অভিযোগ। এই বিষয়ে সুবিচার পেতে তিনি পুলিশের দ্বারস্থ হতেই পলাতক অভিযুক্ত ব্যক্তি। অমানবিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan)  বিকানেরে (Bikaner)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যপ্রদেশের ভোপালের (Bhopal) বাসিন্দা ওই মহিলার বিয়ে হয়েছিল রাজস্থানের বিকানেরের বাসিন্দা মহম্মদ আমরের সঙ্গে। কয়েক মাস আগে হোটেল ম্যানেজারের কাজে নিযুক্ত আমর এক বন্ধুর সঙ্গে নিজের স্ত্রীকে শারিরীক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেয়। কিন্তু, তার স্ত্রী এতে রাজি না হওয়ায় তাঁকে বেধড়ক মারধর করে। বিকৃতভাবে যৌন সঙ্গমও করে। এই কাজে অভিযুক্তকে সাহায্য করেছিল তার মা ও বোন। বেশ কিছুদিন এভাবে অত্যাচার সহ্য করার পর দু'মাস আগে নিজের বাড়ি ভোপালে ফিরে যান ওই মহিলা। পরে নিজের মায়ের পরামর্শ মতো ভোপাল থানায় স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে একটি এফআইআর (FIR) দায়ের করেন তিনি। আর এর পর থেকেই পলাতক অভিযুক্ত ব্যক্তি।

নির্যাতিতা মহিলার আরও অভিযোগ, স্বামীর বন্ধুর সঙ্গে শারিরীক সম্পর্ক তৈরি না করলে তাঁকে নিজের বাড়ি থেকে পণ বাবদ ৫০ লক্ষ টাকা আনতে বলা হয়। তিনি তাতে রাজি না হওয়ায় দিনের পর দিন শাশুড়ি ও ননদের সাহায্যে অভিযুক্ত ব্যক্তি তাঁর উপর অত্যাচার চালাত। এর ফলে মহিলাটির শারিরীক অবস্থা খারাপ হতে থাকে। বাধ্য হয়ে তিনি বাপের বাড়ি চলে আসেন।